Employment Notification. no. WBPDCL/Recruitment/2021/05
The West Bengal Power Development Corporation Limited invites intends to engage Medical Officer and Staff Nurse through Walk-in-Interview.
Post: Medical Officer, Staff Nurse.
Total vacancy: 30. Medical Officer 11, Staff Nurse 19.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Date of Walk-in-Interview: 10 December, 2021 from 10:30 am to 2 pm.
……………………………………………………………..
দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্টাফ নার্স ও মেডিক্যাল অফিসার পদে ৩০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১০ ডিসেম্বর, ২০২১ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে এই স্থানে -Bidyut Unnayan Bhavan, Block LA, plot No. – 3/C, Sector III, Bidhannagar, Kolkata – 700106৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টাফ নার্স: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা/ডিগ্রি পাশ হতে হবে৷ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২১ এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৬, জেনাঃ ইসি ৩, জেনাঃ দক্ষ খেলোয়াড় ১, তঃজাঃ ২, তঃজাঃ ইসি ১, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ২)৷ বেতন : প্রতি মাসে ২৯,০০০/- টাকা৷
(২) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ ও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া / ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২১ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ১, জেনাঃ ইসি ২, তঃজাঃ ১, তঃজাঃ ইসি ১, তঃউঃজাঃ ২, তঃউঃজাঃ ইসি ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ বেতন : প্রতি মাসে ৫৬,১০০/- টাকা৷
দু’টি পদের ক্ষেত্রেই রাজ্যের ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.wbpdcl.co.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবিতে পুরো নাম লিখে তা আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপিসহ মূল কপি ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে আনতে হবে – বয়সের প্রমাণপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে) ও ২ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি৷ নথিপত্র সহ দরখাস্ত একটি খামে ভরে ইন্টারভিউয়ের দিন আসতে হবে৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://wbpdcl.co.in/irj/go/km/docs/documents/PDCL/FINAL/Pages/Home.html