Advt. No. CEMILAC/ADM/AT/2022
Centre for Military Airworthiness & Certification (CEMILAC), a laboratory under Defence Research and Development Organisation (DRDO), is inviting applications to engage Apprentice Trainees.
Post: Graduate Apprentice Trainee & Diploma Apprentice Trainee.
Total Vacancy: 20 (10 each)
Eligibility: Graduate Apprentice Trainee- BE/BTech, Diploma Apprentice Trainee- Diploma in Engineering.
Age Limit: 18 to 27 years
Training Period: 1 year
Last Date of Online Application: 1st April, 2022
……………………………………
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা সেন্টার ফর মিলিটারি এয়ারওয়ার্ডিনেস অ্যান্ড সার্টিফিকেশন, বেঙ্গালুরু গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে ২০ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি: বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ : ১০৷
(২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ১০৷
ট্রেনিং পিরিয়ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে http://www.drdo.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: http://www.drdo.gov.in
Official Notification: Click Here