Advt No. DEBEL/HRD/Apprentice/01/2022
Defence Bioengineering & Electrochemical Laboratory is inviting applications for the following post.
Post: Graduate Apprentice
Total Vacancy: 20
Eligibility: BE/BTech in relevant stream.
Training Period: 1 year
Stipend: Rs. 9000
Last Date of Emailing Application: 22nd May, 2022
………………………………………..
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা ডিফেন্স বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রোকেমিক্যাল ল্যাবরেটরি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ২০ জন নিয়োগ করবে৷ দরখাস্ত ই-মেল করতে হবে ২২ মে, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে শেষ তিন বছরের মধ্যে বিই / বিটেক পাশ হওয়া আবশ্যক৷ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রিক্যাল / ই অ্যান্ড সি — ৬, (২) মেকানিক্যাল — ৬, (৩) বায়োমেডিক্যাল — ৬, (৪) কম্পিউটার সায়েন্স / আইটি — ২৷ ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার জন্য প্রার্থীকেhttp://mhrdnats.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত করতে হবেwww.drdo.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ১ টি পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও জন্ম প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করেhrd.debel.debel@gov.in ই-মেল আইডিতে মেল করতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.drdo.gov.in
Official Notice: Click Here