IIT, Bombay is inviting applications for the following post.
Post: Graduate Apprentice
Total Vacancy: 20
Eligibility: Must have passed Degree in Arts, Commerce, Business administration, Management science, Business studies before April, 2020.
Age Limit: 18 years as on the day of application.
Training Period: 1 year
Stipend: Rs. 9,000
Last Date of Online Application: 20th April, 2022.
…………………………………….
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বম্বে ২০ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: ২০২০ সালের এপ্রিল মাসের পরবর্তী সময়ে আর্টস, কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট সায়েন্স, বিজনেস স্টাডিজ বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: দরখাস্ত করার তারিখে প্রার্থীর বয়স ১৮ বছরের মধ্যে হতে হবে৷ ওবিসি ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা কেন্দ্রীয় আইন অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২০৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৯০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.litb.ac.in লিংকের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট www.mhrdnats.gov.in৷
Official Website: http://www.mhrdnats.gov.in/
Official Notification: Click Here
Apply Online: Click Here