Advertisement Number VAS/2022
Border Security Force invites applications for the following posts.
Post: Veterinary Assistant Surgeon (Assistant Commandant)
Total vacancy: 20 (UR: 11, SC: 4, OBC: 3, EWS: 2)
Eligibility: Bachelor Degree in Veterinary Science and Animal Husbandry
Age Limit: 23 to 30 years (as on 28/1/2023)
Pay Scale: Rs. 56,100 – Rs. 1,77,500
Last Date of Online Application: 28/1/2023
…………………….
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জেন (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট) পদে ২০ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৮ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৩ থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি পাশ হতে হবে ও ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া-তে নথিভুক্ত হতে হবে৷ শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭.৫ সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে ৭৭ সেমি ও ফুলিয়ে কমপক্ষে ৮২ সেমি হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৪২ সেমি৷ শারীরিক মাপজোকের ক্ষেত্রে গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা প্রার্থীদের বেলায় ২ সেমি ও আদিবাসী প্রার্থীদের বেলায় ৩ সেমি ছাড় পাওয়া যাবে৷ প্রার্থীদের ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে সমানুপাতিক৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১১, তঃজাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৩০ থেকে ১০০ কেবি সাইজ), সই (২০ থেকে ৫০ কেবি সাইজ), বুড়ো আঙুলের ছাপ (৫০ কেবি সাইজ) এবং অন্যান্য নথিপত্র (প্রতিটি ৩০ থেকে ১০০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৪৪৭.২০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / মহিলা প্রার্থীদের বেলায় ৪৭.২০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে নথিপত্র যাচাই, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://rectt.bsf.gov.in/#bsf-current-openings
Get details: Click Here