Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

20 ASSISTANT COMMANDANTS IN BSF / বিএসএফ-এ ২০ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট

Border Security Force invites applications for the following posts.

Post: Veterinary Assistant Surgeon (Assistant Commandant)

Total vacancy: 20

Eligibility: Bachelor Degree in Veterinary Science and Animal Husbandry

Age Limit:  23 to 30 years (as on 8/1/2023)

Pay Scale:  Rs. 56,100 – Rs. 1,77,500

Last Date of Online Application: 8/1/2023

………………………………

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জেন (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট) পদে ২০ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৩ থেকে ৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি পাশ হতে হবে ও ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া-তে নথিভুক্ত হতে হবে৷ শারীরিক মাপজোক:  ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭.৫ সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে ৭৭ সেমি ও ফুলিয়ে কমপক্ষে ৮২ সেমি হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৪২ সেমি৷ শারীরিক মাপজোকের ক্ষেত্রে গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা প্রার্থীদের বেলায় ২ সেমি ও আদিবাসী প্রার্থীদের বেলায় ৩ সেমি ছাড় পাওয়া যাবে৷  প্রার্থীদের ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে সমানুপাতিক৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১১, তঃজাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://rectt.bsf.gov.in 

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :