Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

20 ENGINEERS IN BEL / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ২০ ইঞ্জিনিয়ার

Bharat Electronics Limited invites applications for the following posts.

Post: Trainee Engineer-I, Project Engineer-I

Total vacancy: 20

Eligibility:  B.E. / B.Tech / B.Sc. Engineering in relevant Engineering disciplines.

Age:  Trainee Engineer- 28 years, Project Engineer- 32 years as on 01/09/2022.

Salary:  Post-wise different

Application Fee: Trainee Engineer- Rs. 150, Project Engineer- Rs. 400 along with 18% GST charge.

Last Date of Receipt of Application: 23/11/2022 till 5pm.

……………………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার-I প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে ২০ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ২ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৩ নভেম্বর, ২০২২ বিকেল ৫টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (পোস্ট কোড TE-I): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং (৪ বছরের) পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ সেপ্ঢেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ ইলেকট্রনিক্স- ১, মেকানিক্যাল- ৮, কম্পিউটার সায়েন্স- ৩৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা৷

(২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I (পোস্ট কোড PE-I): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং (৪ বছরের) পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ সেপ্ঢেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ ইলেকট্রনিক্স- ২, মেকানিক্যাল- ৬৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷

উল্লিখিত সকল পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুসারে৷ জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি (১৮ শতাংশ জিএসটিসহ) ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ১৭৭ টাকা ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ৪৭২ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে “Bharat Electronics Limited, payble at Navi Mumbai’-এর অনুকূলে জমা দিতে হবে৷ সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে মাধ্যমিকের মার্কশিট (বয়সের প্রমাণপত্র), ডিগ্রি সার্টিফিকেট, সমস্ত সেমিস্টারের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ভোটার আইডি), অভিজ্ঞতার প্রমাণপত্র, শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং দরখাস্ত ফি-র ডিমান্ড ড্রাফট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একত্রে একটি খামে ভরে তার উপর “Trainee Engineer-I (Electronics/Mechanical/Electrical)” বা “Project Engineer-I (Electronics / Mechanical)” লিখে পাঠাতে হবে এই ঠিকানায়-Dy.General Manager (HR), Bharat Electronics Limited, Plot No. L-1, MIDC Industrial Area, Taloja, Navi Mumbai: 410 208, Maharashtra৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ নির্বাচিত প্রার্থীদের সংস্থার নবি মুম্বাই অফিসে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.bel-india.in

Official Notification: Click Here

Application Form:  Click Here

Share it :