Food & Supplies Department, Government of West Bengal is inviting application for the recruitment to the posts of Data Entry Operator & Computer Operator on temporary/contractual basis at different Offices under the District Controller Food & Supplies, Howrah, Food & Supplies Department, Government of West Bengal.
Post: Data Entry Operator & Computer Operator
Total Vacancy: 20
Data Entry Operator- 18
Computer Operator- 2
Eligibility: Graduation with Certificate in Computer Application
Last date of Online Application: 29th October 2021
………………
রাজ্যের খাদ্য ও বন্টন দপ্তরে হাওড়া জেলা পরিষদের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর ও কম্পিউটার অপারটের পদে চুক্তির ভিত্তিতে ২০ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে আবেদন করতে হবে ২৯ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷ যোগ্যতা : গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ : ডাটা এন্ট্রি অপারেটর – ১৮, কম্পিউটার অপারটের – ২৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.howrahzilaparishad.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নং থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ছবি (সাইজ ২০ কেবির মধ্যে) ও সই (সাইজ ১০ কেবির মধ্যে) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নিদেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর তার এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: http://www.howrahzilaparishad.in/
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/WB-dcfs-notice.pdf