Indira Gandhi National Open University (IGNOU) invites application for the following post.
Post: Junior Assistant cum Typist
Total Vacancy: 200
Eligibility: 12th pass with typing proficiency
Age-limiy: 18-27 years as on 31.03.2023
Salary: Rs. 19,900 – Rs. 63,200
Application Fee: Rs. 1000 (Rs. 600 for SC/ST/Female, Rs. 0 for PH candidates).
Last Date of Application: 20/04/2023 till 11:50pm
………………………..
ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-কাম-টাইপিস্ট পদে ২০০ জন কর্মী নিয়োগ করা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে ২০ এপ্রিল, ২০২৩ রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি ইংরেজি শব্দ বা ৩৫টি হিন্দি শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক। বয়স: ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২০০ (জেনাঃ ৮৩, তঃজাঃ ২৯, তঃউঃজাঃ ১২, ওবিসি ৫৫, আর্থিকভাবে অনগ্রসর ২১)। এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৯টি পদ, প্রাক্তন সমরকর্মীদের জন্য ২০টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ১০টি পদ সংরক্ষিত। বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://recruitment.nta.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ১০০০ টাকা (জিএসটি ও প্রসেসিং চার্জ অতিরিক্ত) জমা দিতে হবে। তপশিলি সম্প্রদায় ও মহিলা প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ৬০০ টাকা (জিএসটি ও প্রসেসিং চার্জ অতিরিক্ত)। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি নেই। নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://recruitment.nta.nic.in
Official Notification: Click Here