Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

209 OVERMAN & MINING SIRDAR IN WBPDCL

Advertisement No. WBPDCL/Recruitment/2025/05

The West Bengal Power Development Corporation Limited intends to engage 83experienced personnel in various posts.

Post: Overman, Mining Sirdar.

Total vacancy: 209. Overman: 65, Mining Sirdar: 144.

Eligibility: post wise different.

Age limit: within 32 years (as on 01/09/2025).

Pay-Scale:  post wise different.

Last Date of Online Application: from 22nd September 12 pm to 13th October, 2025 12 pm.

…………………………………………………………………………………………………………………

ডব্লুবিপিডিসিএলে ২০৯ মাইনিং সির্দার ও ওভারম্যান

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে ওভারম্যান ও মাইনিং সির্দার পদে ২০৯ জন কর্মী নিয়োগ করা হবে৷৩ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে বাড়তে পারে৷বয়স: ১ সেপ্ঢেম্বর, ২০২৫ এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর,  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ সেপ্ঢেম্বর, ২০২৫ দুপুর ১২টা থেকে ১৩অক্টোবর, ২০২৫ দুপুর ১২টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ওভারম্যান: (ক) মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও ডিজিএমএস প্রদত্ত বৈধ ওভারম্যান’স সার্টিফিকেট থাকতে হবে৷শিক্ষালাভের পর কোনো কোল মাইনে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷অথবা (খ) ডিজিএমএস প্রদত্ত বৈধ ওভারম্যান’স সার্টিফিকেট থাকতে হবে৷শিক্ষালাভের পর কোনো কোল মাইনে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷শূন্যপদ: ৬৫ (জেনাঃ ১৫, জেনাঃইসি ৮, জেনাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপসি ২, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ২, জেনাঃ দক্ষ খেলোয়াড় ১, তঃজাঃ ৯, তঃজাঃ ইসি ৬, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপসি ১, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃউঃজাঃ ২, তঃউঃজাঃ ইসি ২, ওবিসি-এ ৪, ওবিসি-এ ইসি ২,ওবিসি-বি ৩, ওবিসি-বি ইসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ইসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী প্রাক্তন সমরকর্মী গ্রুপসি ১)৷বেতন: প্রতি মাসে ৪১,০০০টাকা, বাড়ি ভাড়া বাবদ ভাতা ৫,৮৯০ টাকা ও মাইনস অ্যালাওয়েন্স ৩,৮০০ টাকা পাওয়া যাবে৷

(২) মাইনিং সির্দার: (ক) মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও ডিজিএমএস প্রদত্ত বৈধ স্ট্যাচুটারি কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ অথবা (খ) ডিজিএমএস প্রদত্ত বৈধ ওভারম্যান’স সার্টিফিকেট থাকতে হবে৷শিক্ষালাভের পর মাইনিং সির্দার পদে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷অথবা (গ) ডিজিএমএস প্রদত্ত বৈধ মাইনিং সির্দারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷শিক্ষালাভের পর কোনো খনিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷শূন্যপদ: ১৪৪ (জেনাঃ ৩৪, জেনাঃ ইসি ১৮, জেনাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপসি ৪, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ৫, জেনাঃ দক্ষ খেলোয়াড় ৩, তঃজাঃ ১৯, তঃজাঃ ইসি ৯, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপসি ২, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ২, তঃউঃজাঃ ৬, তঃউঃজাঃ ইসি ৩, ওবিসি-এ ১০, ওবিসি-এ ইসি ৪, ওবিসি-বি ৭, ওবিসি-বি ইসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ইসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী প্রাক্তন সমরকর্মী গ্রুপসি ১)৷বেতন: প্রতি মাসে ২৭,০০০টাকা, বাড়ি ভাড়া বাবদ ভাতা ৩,৭৫০ টাকা ও মাইনস অ্যালাওয়েন্স ৩,৫০০ টাকা পাওয়া যাবে৷

উল্লিখত সব পদের বেলায় ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর,  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbpdcl.co.in ওয়েবসাইটে৷প্রার্থীরএকটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ইন্টারভিউ হবে কলকাতায়৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://wbpdcl.co.in/careers

Official Notification: Click here

Share it :

Leave a Reply