Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

209 TRADE APPRENTICES IN HCL

NO: HCL/KCC/HR/Trade Appt/2025

Hindustan Copper Limited invites applications for the following post.

Post: Trade Apprentice

Total Vacancy: 209.

Eligibility: 10th with ITI/Non-ITI

Age limit: 18-25 years as on 01/05/2025

Last Date of Receipt of Application: 2nd June, 2025.

………………………………………………………….

হিন্দুস্তান কপারে ২০৯ অ্যাপ্রেন্টিস

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড তাদের ক্ষেত্রী কপার কমপ্লেক্সে মেট (মাইনস), ব্লাস্টার (মাইনস), ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, ডিজেল মেকানিক, ফিটার, টার্নার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ড্রাফটসম্যান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়র, পাম্প অপারেটর কাম মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে ২০৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ মে, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ জুন, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক/সমতুল পাশ হতে হবে অথবা মাধ্যমিক/সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে। (ট্রেড অনুযায়ী বিভিন্ন)।

আবেদন: অনলাইনে দরখাস্ত করার পূর্বে www.aprrenticeshipindia.gov.in ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে ইউনিক রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করতে হবে৷ এরপর  অনলাইনে দরখাস্ত করতে হে www.hindustancopper.com ওয়েবসাইটের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://hindustancopper.com/Page/Career_New

Official Notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২১/৫/২০২৫)

Share it :

Leave a Reply