Defence Research and Development Organisation (DRDO) is inviting applications for recruitment to the post of Apprentice at the Defence Scientific Information & Documentation Centre (DESIDOC), Delhi.
Post: Apprentice
Total Vacancy: 21
Library and Information Science – 12 (Degree:8, Diploma:4) & Computer Science – 9 (Degree:3, Diploma:6)
Eligibility: Degree/Diploma in Library & Information Science, Degree/Diploma in Computer Science.
Training Period: 1 year
Stipend: Degree- Rs. 9000, Diploma- Rs. 8000
Last Date of Online Application: 12th November, 2021
…………………………..
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা ডিফেন্স সায়েন্টিফিক ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার (দিল্লি) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ও কম্পিউটার সায়েন্স বিষয়ে ২১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ ২০১৯ বা তার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ করা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ ট্রেনিং হবে ১ বছরের৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷
বিষয় অনুযায়ী যোগ্যতা : (১) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স : (ক) সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ : ৮৷ স্টাইপেন্ড : ৯,০০০ টাকা৷ (খ) সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ৪৷ স্টাইপেন্ড : ৮,০০০ টাকা৷
(২) কম্পিউটার সায়েন্স : (ক) সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি (বিই / বিটেক) পাশ হতে হবে৷ শূন্যপদ : ৩৷ স্টাইপেন্ড : ৯,০০০ টাকা৷ (খ) সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ৬৷ স্টাইপেন্ড : ৮,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করার আগে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম পোর্টালে http://portal.mhrdnats.gov.in) রেজিস্ট্রেশন করতে হবে৷ এরপর অনলাইনে দরখাস্ত করতে হবে www.drdo.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর তার এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.drdo.gov.in
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/DRDO-DESIDOC-21.pdf
Apply online: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeHtupGSx9Hj9ygeNOPxBEUn6WXpRwbyYiljjIbTKJz_YjrAg/viewform