Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

21 ASSISTANT SUB INSPECTORS IN ITBP / আইটিবিপি-তে ২১ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর

Online applications are invited from eligible candidates for the following posts.

Post: Assistant Sub Inspector (Stenographer).

Total vacancy: 21. Male: 19, Female: 2.

Eligibility:  10+2 passed. Skil test norms – 10 minutes @ 80 words per minute. Transcription – 50 minutes in English or 65 minutes in Hindi on computer.

Age:  18 to 25 years (as on 01/01/2022).

Salary:  29,200/- to 92,300/-.

Last Date of Online Application :  8th June to 7th July, 2022.

………………………………….

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্দো-তিববত সীমান্তপুলিশে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদে ২১ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৮ জুন থেকে ৭ জুলাই, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা :অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) : কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিট বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷  শূন্যপদ: পুরুষ: ১৯ (জেনাঃ ৭, তঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ মহিলা: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷  বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নিজের নাম, বাবা ও মায়ের নাম, জন্ম তারিখ মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র অনুযায়ী দরখাস্তে লিখতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttp://www.recruitment.itbpolice.nic.in

Get detailsClick Here

Share it :