Advertisement No.: R/AS(NM)/47/2022
West Bengal Health Recruitment Board is inviting applications for recruitment to the following post.
Post: Assistant Superintendent (Non-Medical) Grade II
Total Vacancy: 21
Eligibility: Degree, PG Degree/ PG Diploma
Salary: Rs. 9,000 – Rs. 40,500
Fee: Rs. 210 (SC/ST & PWD candidates of WB are exempted)
Last Date of Online Application: 23.12.2022 (till 02:00 pm)
…………………………..
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যের স্বাস্থ্য বিভাগে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট (নন-মেডিক্যাল) গ্রেড II পদে ২১ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে স্থায়ী নিয়োগের সম্ভাবনা রয়েছে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ ডিসেম্বর, ২০২২ সকাল ১০টা থেকে ২৩ ডিসেম্বর, ২০২২ দুপুর ২টোর মধ্যে৷
যোগ্যতা: যে কোনো শাখায় ডিগ্রি পাশ এবং হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে বাংলা ভাষায় লিখতে ও বলতে জানতে হবে৷ কোনো সরকারি / বেসরকারি স্বাস্থ্যপরিষেবা প্রদানকারী সংস্থায় ২ বছরের ম্যানেজারিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২১ (জেনা: ১০, ত:জা: ৪, ত:উ:জা: ২, ওবিসি-এ ২, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা ও গ্রেড পে ৪,৭০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি, সাদা কাগজে কালো/নীল কালিতে করা সই, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সরকার প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ২১০ টাকা জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দরখাস্ত ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhrb.in
Official Notification: Click Here