Advt. No. R&C/600/2025
CSIR – Indian Institute of Chemical Biology invites applications for the following posts.
Post: Technical Assistant, Technician (1).
Total vacancy: 21.
Eligibility: Post wise different.
Age limit: Post wise different.
Pay scale: Post wise different.
Last date of Online Application: 31st March, 2025 till 5:30 pm.
…………………………………………
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্যামিক্যাল বায়োলজিতে ২১
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (সিএসআইআর-আইআইসিবি), কলকাতা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পদে ২১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৫ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ মার্চ, ২০২৫ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে https://iicb.res.in ওয়েবসাইট এর নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে- Indian Institute of Chemical Biology, State Bank of India, Jadavpur University Branch, A/C No. 30272881915, IFS Code SBIN0000093৷ তপশিলি সম্প্রদায়,শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে
Official Website: https://iicb.res.in/recruitment-of-technical-assistant-and-technician-1
Official Notification: Click Here
Corrigendum : CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৫/৩/২০২৫)।