Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

210 APPRENTICES IN NLC INDIA Ltd.

Advt. No. L&DC.03B/2024

NLC India Limited invites applications for the following posts.

Post: Graduate Apprentice, Technician Apprentice.

Vacancy: 210.

Eligibility:  Post-wise different

Age:  Post-wise different

Stipend:  Post-wise different

Last Date of Online Application:  6th November, 2024 till 5 pm.

………………………………….

এনএলসি ইন্ডিয়া লিমিটেডে ২১০ অ্যাপ্রেন্টিস

কেন্দ্রীয় সরকারের কয়লা মন্ত্রকের অধীনস্থ এনএলসি ইন্ডিয়া লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ২১০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ সালে পাশ করা প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৬ নভেম্বর, ২০২৪ বিকেল ৫ টার মধ্যে৷

যোগ্যতা: বি.ফার্ম / ডি.ফার্ম পাশ হতে হবে অথবা বি.কম পাশ হতে হবে৷ অথবা  কম্পিউটার সায়েন্স বিষয়ে বি.এসসি পাশ হতে হবে৷ অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা জিয়োলজি বিষয়ে বি.এসসি পাশ হতে হবে৷ অথবা কেমিস্ট্রি বিষয়ে বি.এসসি পাশ হতে হবে৷ অথবা  মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইে www.nlcindia.in ওয়েবসাইটের Careers পেজের Trainees & Apprectices ট্যাব ক্লিক করে৷ নথিপত্র-সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে  ১৩ নভেম্বর, ২০২৪ বিকেল ৫টার মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে -Office of The General Manager, Learning and Development Centre, Block 20, NLC India Limited, Neyveli – 607803৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.nlcindia.in/new_website/index.htm

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)

Share it :