Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

210 JR. COURT ASSISTANTS IN SUPREME COURT / সুপ্রিম কোর্টে ২১০ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট

Supreme Court of India invites applications from eligible candidates for the following posts.

Post: Junior Court Assistant

Total vacancy: 210

Eligibility:  Bachelor’s degree, typing proficiency, computer knowledge.

Age:  18 to 30 years as on 1st July, 2022

Salary: Initial Basic Pay of Rs. 35,400/-. The approximate Gross Salary as per existing rate of allowances including HRA comes to Rs. 63,068/- per month.

Application Fee: Rs. 500 (Rs. 200 for SC/ST/PH/ESM)

Last Date of Application Submission: 10th July, 2022.

………………………………………………

ভারতের সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে ২১০ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ জুলাই, ২০২২-এর মধ্যে৷ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৩৫ টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে ও কম্পিউটার অপারেশন বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদ: ২১০৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য  সরকারি নিয়ম অনুযায়ী আসন সংরক্ষিত রয়েছে৷ বেতন: ৩৫,৪০০ টাকা – ৬৩,০৬৮ টাকা  (অন্যান্য ভাতাসহ)৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.sci.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ মোবাইল নম্বর ও ই-মেল আইডি থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৫ সেমি× ৩.৮ সেমি মাপের ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও ২.৫ সেমি× ৫ সেমি মাপের সই (৫০ কেবি সাইজের মধ্যে) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অবজেক্টিভ টাইপ এমসিকিউ টেস্ট, অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্ট, কম্পিউটার টাইপিং টেস্ট ও ডেসক্রিপটিভ টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: www.sci.gov.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

 

 

 

 

Share it :