Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

211 IN WESTERN COALFIELDS LTD. / ওয়েস্টার্ন কোলফিল্ডসে ২১১ মাইনিং সিরদার ও সার্ভেয়র

No. WCL/IR/MP/RECTT./2021-22/1060

Western Coalfields Limited is inviting applications for the recruitment to the post of Mining Sirdar & Surveyor.

Posts: Mining Sirdar in T&S Grade C,  Surveyor (Mining) in T&S Grade B

Total Vacancy: 211

Mining Sirdar in T & S Grade C – 167

Surveyor (Mining) in T & S Grade B – 44

Eligibility: Mining Sirdar in T & S Grade C – Valid Mining Sirdar Certificate of Competency issued by DGMS or Diploma in Mining & Mine Surveying, Overman Competency Certificate issued by DGMS, Valid Gas Testing Certificate issued by DGMS, Valid First Aid Certificate.

Surveyor (Mining) in T & S Grade B – Matriculation and Surveyor’s Certificate of Competency issued by DGMS or Diploma in Mining & Mine Surveying and Surveyor’s Certificate of Competency issued by DGMS.

Age limit: 18 to 30 years as on 11th October, 2021

Pay scale: Mining Sirdar in T & S Grade C- Rs. 31852.56, Surveyor (Mining) in T & S Grade B- Rs. 34391.65

Last date of Online Application: 20th November, 2021 (5 pm).

………………………….

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মহারত্ন কোম্পানি ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে মাইনিং সিরদার ইন টি অ্যান্ড এস গ্রেড-সি ও সার্ভেয়র (মাইনিং) ইন টি অ্যান্ড এস গ্রেড-বি পদে ২১১ জন কর্মী নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১১ অক্টোবর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ নভেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) মাইনিং সিরদার ইন টি অ্যান্ড এস গ্রেড-সি : ডিজিএমএস অনুমোদিত বৈধ মাইনিং সিরদার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে বা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং বিষয়ে ডিপ্লোমা,   ডিজিএমএস অনুমোদিত ওভারম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট; ডিজিএমএস অনুমোদিত বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও বৈধ ফার্স্ট-এইড সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ : ১৬৭  (জেনাঃ ৬৯, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ১২, ওবিসি-এনসিএল ৪৫, আর্থিকভাবে অনগ্রসর ১৬)৷ বেতন : ৩১,৮৫২.৫৬ টাকা৷

(২) সার্ভেয়র (মাইনিং) ইন টি অ্যান্ড এস গ্রেড-বি : মাধ্যমিক পাশ ও ডিজিএমএস অনুমোদিত বৈধ সার্ভেয়রস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে বা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং বিষয়ে ডিপ্লোমা ও ডিজিএমএস অনুমোদিত বৈধ সার্ভেয়রস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে৷ শূন্যপদ : ৪৪  (জেনাঃ ১৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১২, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ বেতন : ৩৪,৩৯১.৬৫ টাকা৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে http://westerncoal.in/ ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট ছবি, সই ও যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নিদের্শানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের  এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : ১২০ মিনিটে ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ জেনারেল ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় কাট-অফ মার্কস ৫০, ওবিসি-এনসিএল প্রার্থীদের বেলায় কাট-অফ মার্কস ৪৫ ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় কাট-অফ মার্কস ৪০ হবে৷ নির্বাচিত প্রার্থীদের ৬ মাসের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷  অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: http://www.westerncoal.in/

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/Notification-Western-Coalfields-Ltd-Mining-Sirdar-Surveyor.pdf

Apply Online: http://103.59.142.228:8081/Application/miningsirdar/registration.php

Share it :