Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

212 VACANT POSTS IN CBSE

No:CBSE/Rectt.Cell/14(87)/SA/2024

]Central Board of Secondary Education invites applications for the following post.

Post:  Superintendent, Junior Assistant.

Total Vacancy: 212

Eligibility: XII, Graduate (Post-wise different)

Age limit: Post-wise different

Remuneration: Post-wise different

Application Fee: Rs. 800 (SC/ST/Female/PWBD/ESM candidates are exempted)

Last Date of Online Application: 31/01/2025

সিবিএসসি-তে ২১২ সুপারিনটেনডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সুপারিনটেনডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ২১২ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সুপারিনটেনডেন্ট (পোস্ট কোড 10/24): যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে এবং উইন্ডোজ, এমএস-অফিস, ডেটাবেস হ্যান্ডেলিং, ইন্টারনেট-সহ কম্পিউটার বিষয়ক কাজের জ্ঞান থাকা আবশ্যক। বয়স: ৩১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪২৷  বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী।

(২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড 11/24): উচ্চমাধ্যমিক / সমতুল পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ / ৩০টি হিন্দি শব্দ টাইপের গতি থাকতে হবে। বয়স: ৩১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭০৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী।

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.cbse.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৮০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীর বেলায় ফি লাগবে না।  

Official Website:  www.webcsc.org

Official NotificationCLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৮/১/২০২৫)।

Share it :

Leave a Reply