Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

21413 GDS IN POSTAL CIRCLES

Applications are being invited from the eligible candidates by Department of Posts, Ministry of Communication, Government of India for engagement of following post.

Post: Gramin Dak Sevaks (GDS) as BPM,ABPM, Dak Sevak.

Total Vacancy: 21,413

Eligibility: 10th pass, Knowledge of local language, cycling & computer.

Age limit: 18-40 years as on 3/3/2025

Salary: BPM- Rs. 12,000 – Rs. 29,380, ABPM/Dak Sevak- Rs. 10,000 – Rs. 24,470.

Last Date of Online Application: 3/3/2025

ডাকবিভাগে ২১,৪১৩ গ্রামীণ ডাকসেবক

ভারতীয় ডাক বিভাগ সারা ভারতে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন পোস্টাল সার্কেলে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাকসেবক পদে ২১,৪১৩ জন গ্রামীণ ডাকসেবক (জিডিএস) নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ মার্চ, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি ও অঙ্ক-সহ মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে, সঙ্গে সাইকেল চালানো ও কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ 

বয়স:  ৩ মার্চ, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷

শূন্যপদ: মোট শূন্যপদ ২১,৪১৩৷

বেতনক্রম: ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাকসেবক পদের বেলায় ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://indiapostgdsonline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও ট্রান্সউইমেন প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷

Official Website: https://indiapostgdsonline.gov.in

Official Notification: CLICK HERE

Vacancy list: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৯/২/২০২৫)।

Share it :

Leave a Reply