Advt. No. 02/2022
Pension Fund Regulatory and Development Authority invites online applications for the following posts.
Post: Officer Grade ‘A’ (Assistant Manager)
Total vacancy: 22.
Eligibility: stream wise different.
Age: within 30 years (as on 31/07/2022).
Pay Scale: 44,500/- to 89,150/-.
Last Date of Online Application : 7th October, 2022.
……………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ‘অফিসার গ্রেড এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)’ পদে ২২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ৩১ জুলাই, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – জেনারেল: যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ বা আইন বিষয়ে গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ আইসিএআই থেকে এসিএ / এফসিএ পাশ বা আইসিএসআই থেকে এসিএস / এফসিএস পাশ বা আইসিএমএআই থেকে এসিএমএ /এফসিএমএ পাশ বা সিএফএ পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং আইসিএআই থেকে এসিএ / এফসিএ পাশ বা আইসিএসআই থেকে এসিএস / এফসিএস পাশ বা আইসিএমএআই থেকে এসিএমএ /এফসিএমএ পাশ বা সিএফএ পাশ হতে হবে৷শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ইনফরমেশন টেকনোলজি: ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট বা এমসিএ পাশ অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – রিসার্চ (ইকোনমিক্স): স্ট্যাটিসটিক্স / ইকোনমিক্স / কমার্স / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিন্যান্স) / ইকোনমেট্রিক্স শাখায় মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – লিগ্যাল: আইন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৬) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (রাজভাষা): হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা সংসৃকত / ইংলিশ / ইকোনমিক্স / কমার্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
বেতনক্রম: ৪৪,৫০০ টাকা থেকে ৮৯,১৫০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.pfrda.org.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও নিম্নলিখিত বয়ানটি নিজ হাতে লিখে (৫০ থেকে ১০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে -“I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷ দরখাস্তের ফি ১০০০ টাকা জমা দিতে হবে অনলাইনে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷ পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে দুই পর্যায়ের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের ফেজ-১ পরীক্ষার কেন্দ্র কলকাতা ও শিলিগুড়ি এবং ফেজ-২ পরীক্ষার কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.pfrda.org.in/index1.cshtml?lsid=69
Get details: Click Here