Advt. No. IISL C01/2022
Ircon Infrastructure & Services Limited invites online applications for the following posts.
Post: Works Engineer (Civil), Sr. Works Engineer (Civil), Assistant Project Engineer (Civil), Assistant Project Engineer (Safety), Assistant Project Engineer (Elect.), Architect.
Total vacancy: 22. Works Engineer (Civil): 6, Sr. Works Engineer (Civil): 6, Assistant Project Engineer (Civil): 6, Assistant Project Engineer (Safety): 1, Assistant Project Engineer (Elect.): 2, Architect: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 11th May, 2022, 12th May, 2022, 13th May, 2022 (post wise different).
………………………………………………………..
ইরকন ইন্টারন্যাশনাল অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে ওয়ার্কস ইঞ্জিনিয়ার, সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট পদে ২২ জন ছেলেমেয়েনিয়োগ করা হবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত নিজে গিয়ে জমা দিতে হবে ১১ মে, ১২ মে, ১৩ মে (পদ অনুযায়ী আলাদা আলাদা তারিখে), ২০২২ সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ওয়ার্কস ইঞ্জিনিয়ার (সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৬,০০০ টাকা৷
(২) সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার (সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷
(৩) অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷
(৪) অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সেফটি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও ইন্ডাস্ট্রিয়াল সেফটি ম্যানেজমেন্ট / কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷
(৫) অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷
(৬) আর্কিটেক্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বি.আর্ক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে৮০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.irconisl.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে -বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় নিজে গিয়ে জমা দিতে হবে — Ircon Infrastructure & Services Limited, B-40A, Block’B’, Sector- 01, Noida, Uttar Pradesh – 201301 (India)৷ খামের উপর লিখতে হবে‘Application for the post of _______ for ___ vide advt. no. IrconISL C01/2022’৷ পদ অনুযায়ী দরখাস্ত জমা দেবার নথিপত্র যাচাইয়ের তারিখ নিম্নরূপ- ওয়ার্কস ইঞ্জিনিয়ার (সিভিল), সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার (সিভিল) ও আর্কিটেক্ট: ১১ মে, ২০২২ অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ১২ মে, ২০২২৷ অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সেফটি) ও অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ১৩ মে, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: Click Here
Get details: Click Here