Advt. No. 2 of 2022 – CPCL/HRD:03:056
Chennai Petroleum Corporation Limited (CPCL) invites online applications for the following posts.
Post: Engineer, Officer.
Total vacancy: 22.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application : 21st September, 2022.
…………………………..
চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ‘ইঞ্জিনিয়ার’ ও ‘অফিসার’ পদে ২২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইঞ্জিনিয়ার – কেমিক্যাল (পোস্ট কোডCPCL 01): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কেমিক্যাল / পেট্রোলিয়াম / পেট্রোকেমিক্যালস শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷
(২) ইঞ্জিনিয়ার – মেকানিক্যাল (পোস্ট কোডCPCL 02): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মেকানিক্যাল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৩) ইঞ্জিনিয়ার – ইলেকট্রিক্যাল (পোস্ট কোডCPCL 03): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷
(৪) ইঞ্জিনিয়ার – সিভিল (পোস্ট কোডCPCL 04): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সিভিল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(৫) ইঞ্জিনিয়ার – ইনস্ট্রুমেন্টেশন (পোস্ট কোডCPCL 05): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(৬) ইঞ্জিনিয়ার – মেটালার্জি (পোস্ট কোডCPCL 06): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মেটালার্জি / মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৭) অফিসার – আইটি / কম্পিউটার (পোস্ট কোডCPCL 09): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৮) অফিসার – এইচআর (পোস্ট কোডCPCL 07): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার ওয়েলফেয়ার / হিউম্যান রিসোর্সে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ / এমএসডব্লু বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার ওয়েলফেয়ারে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৯) অফিসার – মার্কেটিং (পোস্ট কোডCPCL 08): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কেমিক্যাল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / সিভিল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(১০) অফিসার – লিগ্যাল (পোস্ট কোডCPCL 10): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ আইন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.cpcl.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ থেকে ৬০ কেবি সাইজ) ও সই (১০ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা অনলাইনে ক্রেডিট / ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অফিসার-লিগ্যাল পদের প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://cpcl.co.in/company/people/careers/
Get details: Click Here