Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

22 MEDICAL LAB TECHNOLOGISTS IN CCRH  / কেন্দ্রীয় গবেষণা সংস্থায় ২২ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট

Advt. No. 40/2022

Central Council for Research in Homeopathy is inviting applications for the following post.

Post: Medical Laboratory Technologists

Total Vacancy: 22

Eligibility: Bachelor’s Degree in Medical Laboratory Science from a recognized University or Institute. 02 (two) years’ experience as Medical Laboratory Technologist or Laboratory Technologist from a recognized hospital or institution.

Age limit: 35 years

Pay-level:  Rs. 35400 – Rs. 1,12,400

Last Date of Receipt of Application: 30/09/2022

………………………

সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে ২২ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.ccrhindia.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা ডিমান্ড ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দরখাস্ত ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি (২০০ কেবি সাইজের মধ্যে), সই (৫০ কেবি সাইজের মধ্যে), সচিত্র পরিচয়পত্র (৫০ কেবি সাইজের মধ্যে), জন্মতারিখের প্রমাণপত্র / মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট / মার্কশিট (২০০ কেবি সাইজের মধ্যে), অভিজ্ঞতার প্রমাণপত্র (২০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট নিয়ে তার সাথে উল্লিখিত ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং ডিমান্ড ড্রাফট বা পে অর্ডার (যদি প্রযোজ্য হয়) একত্রে একটি খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায়To the Director General, central council for Research in Homoeopathy, 61-65, Institutional Area, Opposite D-BIock, Janakpuri, New Delhi-110058৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitewww.ccrhindia.nic.in

Official Notification: Click Here

Share it :