Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

22 NON TEACHING STAFFS IN Dr. B. R. AMBEDKAR UNIVERSITY DELHI / ডা. বি. আর. আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে ২২ অশিক্ষক কর্মী

Advt. No.AUD/02/HR/2022

Dr. B. R. Ambedkar University Delhi invites online applications for the following posts.

Post: Librarian, Assistant Engineer (Civil), Assistant Engineer (Electrical), Section Officer, Senior Assistant, Library Assistant / Library cum Document Assistant, Jr. Library Assistant, Junior Assistant / Junior Assistant cum Caretaker.

Total Vacancy: 22. Librarian 1, Assistant Engineer (Civil) 1, Assistant Engineer (Electrical) 1, Section Officer 3, Senior Assistant 7, Library Assistant / Library cum Document Assistant 1, Jr. Library Assistant 2, Junior Assistant / Junior Assistant cum Caretaker 6.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Pay scale: post wise different.

Last Date of Online Application: 21st February, 2021.

…………………………………………………………………………………………………….

ডা. বি. আর. আম্বেদকর বিশ্ববিদ্যালয় দিল্লি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট / জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কেয়ারটেকার, জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট / লাইব্রেরি কাম ডক্যুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও লাইব্রেরিয়ান পদে ২২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷  দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট / জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কেয়ারটেকার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কেয়ারটেকার পদের জন্য সিভিল / প্লাম্বিং ট্রেডে আইটিআই সার্টিফিকেট  থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷

(২) জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী৷

(৩) লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট / লাইব্রেরি কাম ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ লেভেল ৪ বা তার থেকে বেশি বেতনক্রমে লাইব্রেরির কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৫ অনুযায়ী৷

(৪) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: এইচআর  ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন শাখার জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও লেভেল ৪ বেশি বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিন্যান্স  ও অ্যাকাউন্টস শাখার জন্য কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েট হতে হবে বা গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার পর কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সিএ / আইসিডব্লুএআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সেক্রেটারিয়াল সার্ভিস শাখার জন্য ৫০ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ড জানতে হবে৷  বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷

(৫) সেকশন অফিসার: এইচআর ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন শাখার জন্য কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা  কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷

(৬) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ সঙ্গে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷

(৭) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ সঙ্গে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷

(৮) লাইব্রেরিয়ান: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেসন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেসন সায়েন্স / আর্কাইভ অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ঢ কিপিংয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১৪ অনুযায়ী৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবে অনলাইনে www.aud.ac.in  ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি লাইব্রেরিয়ান পদের বেলায় ৫০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ৫০০ টাকা ও অন্যান্য পদের বেলায় ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitehttps://aud.ac.in/

Get DetailsClick Here

Share it :