Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

22 NON TEACHING STAFFS IN NITTTR

Advt. No. 03/2024-25

National Institute of Technical Teachers Trainina and Research, Chennai invites applications for the following posts.

Post: Assistant Section Officer, Technical Assistant Gr. II, Senior Secretariat Assistant, Junior Secretariat Assistnat, Technician, Multi Tasking Staff,  Multi Tasking Staff (Driver).

Total vacancy: 22.

Eligibility: Post  wise different.

Age limit: Post  wise different.

Pay scale:  Post  wise different.

Last date for Submit Application: 15th October, 2024 till 5:30 pm

………………………………………………………

শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে ২২ অশিক্ষক কর্মী

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, চেন্নাই মাল্টি টাস্কিং স্টাফ, মাল্টি টাস্কিং স্টাফ (ড্রাইভার), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (হিন্দি ট্রান্সলেটর), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান,টেকনিশিয়ান পদে ২২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৫ অক্টোবর, ২০২৪ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি-টাস্কিং স্টাফ: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম:১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(২) মাল্টি-টাস্কিং স্টাফ (ড্রাইভার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা, অটোমোবাইল মেকানিজমে জ্ঞান ও ছোটখাটো গাড়ি সারাইয়ের ধারণা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম:১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম:১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৪) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (হিন্দি ট্রান্সলেটর): ইংরেজি বিষয় সহ হিন্দি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ হিন্দি / ইংরেজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট, ৫ বছর কাজের অভিজ্ঞতা, হিন্দি সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম:২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৫) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (কনসোল অপারেটর): মাধ্যমিক বা সমতুল পাশের পর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম:২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (জুনিয়র ড্রাফটসম্যান): মাধ্যমিক বা সমতুল পাশের পর সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অটোক্যাড, টোটাল স্টেশন, জিপিএস ও রেভিট আর্কিটেকচার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম:২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৭) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (সার্জেন্ট): যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সুস্বাস্থ্যের অধিকারী হলে এবং লায়াসন ও ফায়ার সেফটি বিষয়ে ভালো জ্ঞান থাকলে, সার্জেন্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম:২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৮) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টুয়ার্ড): হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম:২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৯) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টেনোগ্রাফার): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১০০টি শব্দ ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম:২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(১০) সিনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স / ইসিই): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই পাশ ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম:২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(১১) সিনিয়র টেকনিশিয়ান (আইটি / সিএসই): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইনফরমেশন টেকনোলজি ট্রেডে আইটিআই পাশ ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম:২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(১২) টেকনিশিয়ান (আইটি / সিএসই): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইনফরমেশন টেকনোলজি ট্রেডে আইটিআই পাশ ও ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম:১৯,৯০০ টাকা থেকে ৬৩,৩০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nitttrc.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি মাল্টি টাস্কিং স্টাফ ও মাল্টি টাস্কিং স্টাফ ড্রাইভার পদের বেলায় ৩০০ টাকা এবং অন্যান্য পদের বেলায় ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়,শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Director, National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Taramani, Chennai 600113, Tamil Nadu৷  খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.nitttrc.ac.in/rec2024groupc.php

Official Notification: Click Here

Click Here

 

Share it :