Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

226 ENGINEERS AND MANAGERS IN NLC INDIA LIMITED / এনএলসি ইন্ডিয়া লিমিটেডে ২২৬ ইঞ্জিনিয়ার ও ম্যানেজার

Advt. No. :07/2022

NLC India Limited invites applications from eligible candidates for the following post.

Post: Executive Engineer, Manager , Dy. Manager.

Total vacancy: 226.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Pay Scale:  post wise different.

Last Date of Online Application :  24th September, 2022 till 5 pm.

……………………………….

রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএলসি ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার পদে ২২৬ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – মেকানিক্যাল (ই ফোর গ্রেড): মেকানিক্যাল / মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৫১ (জেনাঃ ২০, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে মেকানিক্যাল (থার্মাল) বিভাগে৷

(২) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – মেকানিক্যাল (ই ফোর গ্রেড): মেকানিক্যাল / মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৪৫ (জেনাঃ ১৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে মেকানিক্যাল (মাইনস) বিভাগে৷

(৩) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – ইলেকট্রিক্যাল (ই ফোর গ্রেড): ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার / ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / পাওয়ার সিস্টেম / পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ / ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার / পাওয়ার ইলেকট্রনিক্স / পাওয়ার প্ল্যান্ট / এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ২২ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে ইলেকট্রিক্যাল (থার্মাল) বিভাগে৷

(৪) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – ইলেকট্রিক্যাল (ই ফোর গ্রেড): ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার / ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / পাওয়ার সিস্টেম / পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ / ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার / পাওয়ার ইলেকট্রনিক্স / পাওয়ার প্ল্যান্ট / এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ২৩ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে ইলেকট্রিক্যাল (মাইনস) বিভাগে৷ (৫) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – ইলেকট্রিক্যাল (ই ফোর গ্রেড): ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার / ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / পাওয়ার সিস্টেম / পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ / ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার / পাওয়ার ইলেকট্রনিক্স / পাওয়ার প্ল্যান্ট / এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে ইলেকট্রিক্যাল (রিনিউবেল এনার্জি) বিভাগে৷

(৬) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – সিভিল (ই ফোর গ্রেড): সিভিল / সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে সিভিল (থার্মাল) বিভাগে৷

(৭) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – সিভিল (ই ফোর গ্রেড): সিভিল / সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে সিভিল (মাইনস) বিভাগে৷

(৮) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – সিভিল (ই ফোর গ্রেড): সিভিল / সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে সিভিল (রিনিউবেল এনার্জি) বিভাগে৷

(৯) ম্যানেজার – সায়েন্টিফিক (ই ফোর গ্রেড): কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি / অর্গ্যানিক কেমিস্ট্রি / ইনর্গ্যানিক কেমিস্ট্রি / ফিজিক্যাল কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে সায়েন্টিফিক (থার্মাল) বিভাগে৷

(১০) ম্যানেজার – জিয়োলজি (ই ফোর গ্রেড): জিয়োলজি বিষয়ে এম.টেক বা এম.এসসি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে জিয়োলজি (মাইনস) বিভাগে৷

(১১) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (ই ফোর গ্রেড): এনভায়রনমেন্টাল / এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং  বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং পাশ সঙ্গে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং / এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ৩, ওবিসি ২)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (মাইনস) বিভাগে৷

(১২) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (ই ফোর গ্রেড): ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং  বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে৷

(১৩) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার – কেমিক্যাল (ই ফোর গ্রেড): কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং  বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷ নিয়োগ হবে কেমিক্যাল (মাইনস) বিভাগে৷

(ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)

(১৪) ম্যানেজার – এইচআর (ই ফোর গ্রেড): যে কোনো  বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার ওয়েলফেয়ার বিষয়ে স্পেশালাইজেশন নিয়ে  সোশ্যাল ওয়ার্ক / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার ওয়েলফেয়ার / এইচআরএম / লেবার ম্যানেজমেন্ট / লেবার অ্যাডমিনিস্ট্রেশন / লেবার স্টাডিজে ২ বছর সময়সীমার পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ আইন বিষয়ে ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷

(১৫) ডেপুটি ম্যানেজার – এইচআর (ই থ্রি গ্রেড): যে কোনো  বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার ওয়েলফেয়ার বিষয়ে স্পেশালাইজেশন নিয়ে  সোশ্যাল ওয়ার্ক / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার ওয়েলফেয়ার / এইচআরএম / লেবার ম্যানেজমেন্ট / লেবার অ্যাডমিনিস্ট্রেশন / লেবার স্টাডিজে ২ বছর সময়সীমার পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ আইন বিষয়ে ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩২ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(১৬) ম্যানেজার – পাবলিক রিলেশন (ই ফোর গ্রেড): যে কোনো  বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ পাবলিক রিলেশন / মাস কমিউনিকেশন/ জার্নালিজম বিষয়ে ২ বছর সময়সীমার পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷

(১৭) ম্যানেজার – লিগ্যাল (ই ফোর গ্রেড): আইন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ স্টেট বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের  বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি :  দরখাস্ত করতে হবে www.nlcindia.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজ), কালো / নীল কালিতে প্রার্থীর সই (৫০  কেবি সাইজ) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮৫৪ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ৩৫৪ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ আনুষঙ্গিক নথিপত্র গুলি পিডিএফ / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ ২৩ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে ওয়েব সাইটে নিজেদের নাম নথিভুক্ত ও ফি জমা দিতে হবে৷ ফি জমা দেবার পর সম্পূর্ণ দরখাস্ত ২৪ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে সাবমিট করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.nlcindia.in/new_website/index.htm

Get details: https://www.nlcindia.in/new_website/careers/advt/07-2022.pdf

 

Share it :