Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

23 HEAD CONSTABLES IN ITBP / আইটিবিপি’তে ২৩ হেড কনস্টেবল

Indo-Tibetan Border Police Force invites online applications for the following post.

Post:  Head Constable (Education and Stress Counsellor).

Total vacancy: 23. Male: 20. Female: 3.

Eligibility:  A degree passed with Psychology as a subject or a Bachelor degree passed in Education / Teaching.

Age: 20 to 25years (as on 11/11/2022).

Pay Scale: 25,500/- to 81,100/-.

Last Date of Online Application : 13th October to 11th November, 2022.

…………………………………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো-তিববত বর্ডার পুলিশ ফোর্স ‘হেড কনস্টেবল (এডুকেশন অ্যান্ড স্ট্রেস কাউন্সেলর)’ পদে ২৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১১ নভেম্বর, ২০২২-এর হিসেবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ অক্টোবর থেকে ১১ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: সাইকোলজি বিষয় নিয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে অথবা এডুকেশন / টিচিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  শূন্যপদ: ২৩৷ পুরুষ: ২০ (জেনাঃ ১১, তঃজাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ মহিলা: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷

বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা জমা দিতে হবে অনলাইনে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷ পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই, প্রার্থীর ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: www.recruitment.itbpolice.nic.in

Get details: Click Here

Share it :