Adv.No. –2025/14
Tata Institute of Fundamental Research invites online applications for the following posts.
Post: Scientific Officer, Administrative Assistant, Assistant Security Officer, Clerk, Laboratory Assistant, Work Assistant, Security Guard, Project Scientific Officer, Project Laboratory Assistant.
Total Vacancy: 323.
Eligibility: Post wise different.
Age: Post wise different.
Salary: post wise different.
Last date of Online Application: 9th August 2025.
…………………………………………………
টাটা ইনস্টিটিউটে ২৩ কর্মী নিয়োগ
কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীনস্থ স্বশাসিত প্রতিষ্ঠান টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সায়েন্টিফিক অফিসার বি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বি, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এ, ক্লার্ক এ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অক্সিলারি, সিকিউরিটি গার্ড, প্রোজেক্ট সায়েন্টিস্ট অফিসার, প্রোজেক্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বি পদে ২৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সায়েন্টিফিক অফিসার (বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, জুলজি, ফিশারিজ সায়েন্সে পূর্ণ সময়ের মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ল্যাবরেটরি অ্যানিম্যাল ফেসিলিটির উপর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৯৩,৬৪০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(২) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (বি): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ওয়ার্ড প্রসেসিং / ডেটা বেস / অ্যাকাউন্টিং এর কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৭১,০৭০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৩) অ্যাডমিনিস্ট্রেটিভ সিকিউরিটি অফিসার (এ): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে বা অ্যাডভান্স সিভিল ডিফেন্স কোর্সের সার্টিফিকেট থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ লেভেল ৫ বেতনক্রমের স্তরে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৭১,০৭০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে৷
(৪) ক্লার্ক (এ): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৪৫,৭২৫ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৫) ক্লার্ক (এ): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও টাইপ জানতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৪৫,৭২৫ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৬) ক্লার্ক (এ): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও টাইপ জানতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৪৫,৭২৫ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৭) ক্লার্ক (এ): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও টাইপ জানতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: প্রতি মাসে ৪৫,৭২৫ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
(৮) ল্যাবরেটরি অ্যাসিস্যটান্ট (বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ এয়ার কন্ডিশনিং ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ এয়ার কন্ডিশনিং ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৪৫,৭২৫ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(৯) ল্যাবরেটরি অ্যাসিস্যটান্ট (বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বায়োলজি / কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৪৫,৭২৫ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(১০) ল্যাবরেটরি অ্যাসিস্যটান্ট (বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো ল্যাবরেটরিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: প্রতি মাসে ৪৫,৭২৫ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(১১) ল্যাবরেটরি অ্যাসিস্যটান্ট (বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: প্রতি মাসে ৪৫,৭২৫ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(১২) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল (পেন্টার): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ পেন্টার ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৩৯৩ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(১৩) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল (ফিটার): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ফিটার ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৩৯৩ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(১৪) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল (ম্যাসন): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ম্যাসন ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৩৯৩ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(১৫) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অক্সিলারি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৩৯৩ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(১৬) সিকিউরিটি গার্ড: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিফেন্স / সিএপিএফ / সিকিউরিটির কাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফাইটিং ট্রেনিং সার্টিফিকেট / এনসিসি সার্টিফিকেট / সিভিল ডিফেন্স ট্রেনিং / হোম গার্ড সার্টিফিকেট থাকা আবশ্যক৷ কম্পিউটার জানতে হবে৷ শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ১)৷ বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৩৯৩ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
(১৭) প্রোজেক্ট সায়েন্টিস্ট অফিসার (সি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১,০০,৬০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(১৮) প্রোজেক্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ফিটার ট্রেডে ন্যাশনাল ট্রেড / অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷
উল্লিখিত সব পদের বেলায় বয়সের হিসেব করতে হবে ১ জুলাই, ২০২৫ অনুযায়ী৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.tifr.res.in/maincampus/careers.php ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://www.tifr.res.in/maincampus/careers.php
Official Notification: Click Here
Apply link: Click Here