Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

233 MEDICAL OFFICERS, NURSES AND PARAMEDICS IN NORTH 24 PARGANAS / রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ২৩৩ কর্মী

Memo. No. CMOH-N24PGS/NHM/85

Online applications are invited for the following temporary posts in North 24 Parganas district.

Post: Medical Officer, Laboratory Technician, Staff Nurse, Counselor, LDC, Group d, Senior Treatment Supervisor, Senior Tuberculosis Laboratory Supervisor, Laboratory Technician / Sputum microscopist, Tuberculosis Health Visitor.

Total vacancy: 233.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 22 January, 2022.

………………………………………………………………………….

উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান / স্পুটাম মাইক্রোস্কোপিস্ট, টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার,   কাউন্সেলর, এফটিএমও,  মেডিক্যাল অফিসার, এলডিসি, গ্রুপ ডি, সিনিয়র মেডিক্যাল অফিসার,   পদে ২৩৩ জন ছেলেমেয়ে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স, এনইউএইচএম: জিএনএম পাশ হতে হবে ও স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭৩ (জেনাঃ ৯৪, তঃজাঃ ৩৯, তঃউঃজা ১০, ওবিসি এ ১৭, ওবিসি বি ১৩)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান, এনইউএইচএম: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ৪, তঃউঃজা ১, ওবিসি এ ২, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(৩) স্টাফ নার্স, থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম: জিএনএম পাশ হতে হবে৷ থ্যালাসেমিয়া রোগীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৪) ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডব্লুবিএসএপি অ্যান্ড সিএস (আইসিটিসি):মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ২, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(৫) ল্যাবরেটরি টেকনিশিয়ান (এনসিডি), এনএইচএম: উচ্চমাধ্যমিক ও ডিএমএলটি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(৬) সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, এনটিইপি (এসটিএস): গ্র্যাজুয়েট ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ আরএনটিসিপি / এনটিইপি’তে ১ বছর কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৭) আরএনটিসিপি  ল্যাবরেটরি টেকনিশিয়ান / স্পুটাম মাইক্রোস্কোপিস্ট, এনটিইপি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ আরএনটিসিপি / এনটিইপি’তে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা অগ্রগণ্য৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(৮) টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর, এনটিইপি: গ্র্যাজুয়েট অথবা উচ্চমাধ্যমিক পাশের পর এমপিডব্লু / এলএইচভি / এএনএম / হেলথ ওয়ার্কার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা হেলথ এডুকেশন / কাউন্সেলিংয়ের ট্রেনিং নিয়ে থাকতে হবে অথবা টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরের কোর্স করে থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(৯) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, এনটিইপি (এসটিএস): গ্র্যাজুয়েট হতে হবে বা স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ ১, ওবিসি এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(১০) কাউন্সেলর, ডব্লুবিএসএপি অ্যান্ড সিএস (এআরটিসি): সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অথবা নার্সিংয়ে গ্র্যাজুয়েট কোনো প্রার্থী যদি ন্যাকো থেকে ১২ দিনের কাউন্সেলর ট্রেনিং নিয়ে থাকেন তবে তিনি আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(১১) এফটিএমও, এনইউএইচএম: এমবিবিএস পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

(১২) মেডিক্যাল অফিসার, থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম: এমবিবিএস পাশ হতে হবে৷ ডিসিএইচ পাশ ও থ্যালাসেমিয়া রোগীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

(১৩) কাউন্সেলর, থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম: সোশিয়োলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে এম.এ / এম.এসসি পাশ হতে হবে৷ থ্যালাসেমিয়া রোগীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷

(১৪) এলডিসি, আয়ুষ: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷

(১৫) গ্রুপ ডি, আয়ুষ: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷

(১৬) মেডিক্যাল অফিসার, ডব্লুবিএসএপি অ্যান্ড সিএস (এআরটিসি): এমবিবিএস পাশ ও ন্যাকো থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৭০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷

(১৭) সিনিয়র মেডিক্যাল অফিসার, এনটিইপি (ডিআর টিবি সেন্টার): এমবিবিএস পাশ ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.north24parganashealth.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন www.north24parganashealth.org বা www.wbhealth.gov.in ওয়েবসাইট৷

Official websitehttps://www.wbhealth.gov.in/pages/career

Get detailsClick Here

Share it :