Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

24 ASSISTANT MANAGERS IN SEBI / সেবিতে ২৪ অফিসার

Recruitment of Officer Grade A (Assistant Manager) – 2022 Information Technology Stream

Securities and Exchange Board of India (SEBI) invites online application from eligible Indian nationals for the following post.

Post: Officer Grade A (Assistant Manager) – Information Technology Stream.

Total vacancy: 24 (UR: 11, SC: 4, ST: 3, OBC: 5, EWS: 1)

Eligibility:  Bachelor’s Degree in Engineering in any discipline or Bachelor’s Degree in any discipline with a post graduate qualification (minimum 2 years duration) in computer application/information technology from a recognized University/ Institute.

Age:  within 30 years (as on 30/06/2022).

Pay Scale:  44,500/- to 89,150/-.

Last Date of Online Application :  31st July, 2022.

……………………………..

কেন্দ্রীয় সরকারের স্বশাসিত সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ‘অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)’ পদে ২৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ নিয়োগ হবে ইনফরমেশন টেকনোলজি৷  শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং-এ যেকোন শাখায় স্নাতক বা যেকোন শাখায় স্নাতক ও কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকেনোলজিতে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স : ৩০ জুন, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি- এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৪৪,৫০০ টাকা থেকে ৮৯,১৫০ টাকা ও অন্যান্য ভাতা৷ নিয়োগ হওয়ার প্রথম ২ বছর প্রবেশন পিরিয়ড থাকবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.sebi.gov.in ওয়েবসাইটে ৩১ জুলাই, ২০২২ এর মধ্যে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর সই (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও নিম্নলিখিত বয়ানটি নিজ হাতে লিখে (৫০ থেকে ১০০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে – “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ফেজ-১ ও ফেজ-২ পশ্চিমবঙ্গের অনলাইন পরীক্ষা কেন্দ্র হল কলকাতা ও শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website:  www.sebi.gov.in

Get details: Click Here

 

Share it :