Advt No: 12949/HR/DE/NCS/2022-23
Bharat Electronics Ltd. is inviting applications for the following post on contractual basis.
Post: Deputy Engineer
Total Vacancy: 24
Eligibility: Full time BE/B.Tech/B.Sc in relevant Engineering streams. Must have 1 year of experience.
Age limit: 25 years as on 1.9.2022
Pay-scale: Rs. 40000 – Rs. 140000.
Application Fee: Rs. 600 + 18% GST for General/OBC/EWS candidates.
Last Date of Submission of Application: 06/10/2022
……………………………..
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ডেপুটি ইঞ্জিনিয়ার / ই-II গ্রেড পদে ২৪ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / কমিউনিকেশন / টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৬)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.bel-india.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৭০৮ টাকা (১৮ শতাংশ জিএসটি চার্জ সহ) অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো দরখাস্ত ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় পাসপোর্ট ছবি ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে সংস্থার গাজিয়াবাদ ও কোটদ্বার ইউনিটে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.bel-india.in
Official Notification: Click Here