Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

24 IN BANKURA BACKWARD CLASSES WELFARE DEPT. / বাঁকুড়া অনগ্রসর শ্রেণি উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ

Memo No.//39/BNK/BCW.

Office of the Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare, Bankura is inviting application for recruitment to several posts on contractual basis.

Posts:  Superintendent, Caretaker, Cook, Helper, Darwan-cum-Night Guard, Karmabandhu

Total Vacancy: 24

Superintendent- 4

Caretaker- 4

Cook- 4

Helper- 4

Darwan-cum-Night Guard- 4

Karmabandhu- 4

Eligibility:

Superintendent – Graduate

Caretaker – Madhyamik or equivalent

Cook, Helper, Darwan-cum-Night Guard, Karmabandhu – Class VIII passed

Age Limit: 40 years as on 1st January, 2021

Remuneration: Superintendent- Rs. 12000

Caretaker- Rs. 8000

Cook- Rs. 3500 – Rs. 4000

Helper- Rs. 2500 – Rs. 3000

Darwan-cum-Night Guard- Rs. 3500

Karmabandhu- Rs. 3000

Last date of Receipt of Application: 6th December, 2021 upto 5:30pm

………………………………………………………………

বাঁকুড়া জেলার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার বিভাগে সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, মেট্রন, কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড, কর্মবন্ধু পদে ২৪ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৪০ বছরের (ওবিসি ৪৩ বছর, তপশিলি প্রার্থী ৪৫ বছর) মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ৬ ডিসেম্বর, ২০২১ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) সুপারিনটেন্ডেন্ট : গ্র্যাজুয়েট পাশ হতে হবে ও কম্পিউটার জ্ঞান-সহ সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে৷ বেতন : ১২,০০০ টাকা৷

(২) কেয়ারটেকার / মেট্রন : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে৷ বেতন : ৮,০০০ টাকা৷

(৩) কুক : অষ্টম শ্রেণি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে৷ বেতন : ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা৷

(৪) হেল্পার : অষ্টম শ্রেণি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে৷ বেতন : ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা৷

(৫) দারোয়ান-কাম-নাইট গার্ড : অষ্টম শ্রেণি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে৷ বেতন : ৩,৫০০ টাকা৷

(৬) কর্মবন্ধু : অষ্টম শ্রেণি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে৷ বেতন : ৩,০০০ টাকা৷

ব্লক অনুযায়ী শূন্যপদ : (১) পিআরএমএএস, ছত্রি, রায়পুর ব্লক : মোট শূন্যপদ ১২৷ (ক) বয়েজ হস্টেল : সুপারিনটেন্ডেন্ট-১, কেয়ারটেকার-১, কুক-১, হেল্পার-১, দারোয়ান-কাম-নাইট গার্ড-১, কর্মবন্ধু-১৷ (খ) গার্লস হস্টেল : সুপারিনটেনড্যান্ট-১, মেট্রন  (মহিলা)-১, কুক-১, হেল্পার-১, দারোয়ান-কাম-নাইট গার্ড-১, কর্মবন্ধু-১৷

(২) পিআরএমএএস, নাঙ্গলা, ছাতনা ব্লক : মোট শূন্যপদ ১২৷ (ক) বয়েজ হস্টেল : সুপারিনটেন্ডেন্ট-১, কেয়ারটেকার-১, কুক-১, হেল্পার-১, দারোয়ান-কাম-নাইট গার্ড-১, কর্মবন্ধু-১৷ (খ) গার্লস হস্টেল : সুপারিনটেনড্যান্ট-১, মেট্রন (মহিলা)-১, কুক-১, হেল্পার-১, দারোয়ান-কাম-নাইট গার্ড-১, কর্মবন্ধু-১৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.bankura.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও বাসস্থানের প্রমাণপত্রের (ভোটার কার্ড / আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স) স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং দুটি অতিরিক্ত পাসপোর্ট ছবি একত্রে একটি খামে ভরে Office of the Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Nutanchati, Bankura ঠিকানায় পোস্টের মাধ্যমে বা নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, মেট্রন পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা (৬৫ নম্বর), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (২০ নম্বর) এবং ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে বাছাই করা হবে৷  কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড, কর্মবন্ধু পদের প্রার্থীদের জেলা স্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.bankura.gov.in

Official Notification: https://cdn.s3waas.gov.in/s38e82ab7243b7c66d768f1b8ce1c967eb/uploads/2021/11/2021111867.pdf

Share it :