Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

24 JUNIOR ENGINEERS & EXECUTIVES IN CRIS / রেলওয়ে সংস্থায় ২৪ জুনিয়র ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ

Centre for Railway Information Systems invites application for the following post.

Post: Junior Electrical Engineer, Junior Civil Engineer, Executive Personnel / Administration / HRD, Executive Finance & Accounts, Executive Procurement.

Total Vacancy: 24

Eligibility: Degree, PG , Diploma (Post-wise different)

Pay scale: Rs. 35,400

Age Limit: 22 to 28 years as on 31/12/2022

Last Date of Online Application: 20/12/2022

……………………………………

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এক্সিকিউটিভ পার্সোনেল / অ্যাডমিনিস্ট্রেশন / এইচআরডি,  এক্সিকিউটিভ ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস,  জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট, জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পদে ২৪ জন নিয়োগ করবে৷ নিয়োগ করা হবে সংস্থার কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই, সেকেন্দ্রাবাদ অফিসে। বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২২ থেকে ২৮ বছরের মধ্যে৷ ওবিসি ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ বেতন হবে প্রতি মাসে ৩৫,৪০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ পার্সোনেল / অ্যাডমিনিস্ট্রেশন / এইচআরডি:  কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ আর্টস / কমার্স / সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে এবং পার্সোনেল / এইচআরডি / এইচআরএমএস ক্ষেত্রে কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / এমবিএ পাশ হতে হবে। শূন্যপদ: ৯ (জেনা: ৪, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(২) এক্সিকিউটিভ ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ কমার্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হওয়ার পরে ফিন্যান্স বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / এমবিএ পাশ হতে হবে। শূন্যপদ: ৮ (জেনা: ৩, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৩) জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে। শূন্যপদ: ৪ (জেনা: ২, ত:জা: ১, ওবিসি-এনসিএল ১)৷

(৪) এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে বা কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ পাশ হতে হবে। শূন্যপদ: ২ (জেনা: ১, ওবিসি-এনসিএল ১)৷

(৫) জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে। শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.cris.org.in  ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- জেনারেল অ্যাপ্টিটিউড/রিজনিং ও সংশ্লিষ্ট বিষয়। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitewww.cris.org.in

Official Notification: Click Here

Share it :