Advt. No. 411002/9/2021-NFR
Indian Institute of Technology Dhanbad invites online applications for the following post.
Post: Junior Superintendant.
Total vacancy: 24. Junior Superintendant (Admin): 18. Junior Superintendant (Accounts): 6.
Eligibility: discipline wise different.
Age: maximum 35 year.
Pay scale: as per level-6.
Last Date of Online Application: 30th March, 2022.
……………………………………………………………………………………..
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইন্ডিয়ান স্কুলঅফ মাইনস), ধানবাদ ‘জুনিয়র সুপারিনটেন্ড্যান্ট’ পদে ২৪ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ মার্চ, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র সুপারিনটেন্ড্যান্ট (অ্যাডমিন): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বা সমতুল যোগ্যতায় পে লেভেল ৫ বেতনক্রমে ৪ বছরের অভিজ্ঞতা বা কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় পে লেভেলে ৩ বেতনক্রমে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷কম্পিউটার জানা আবশ্যক৷ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লেবার ল, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইন্টার আইসিডব্লুএ / সিএ বিষয়ে ডিগ্রি বা পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২) ৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷
(২) জুনিয়র সুপারিনটেন্ড্যান্ট (অ্যাকাউন্টস): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বাণিজ্য শাখায় পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিএ / আইসিডব্লুএ / আইসিএসআই পাশ সঙ্গে কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং ইন্টারমিডিয়েট সিএ / আইসিডব্লুএ / সিএস পাশ ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজের ধারণা থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজের ধারণা থাকতে হবে সঙ্গে কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১) ৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://nfr.iitism.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৮০ নম্বর) ও কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের (২০ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.iitism.ac.in/index.php/Pages/ism_opening_main
Get details: Click Here
Apply Online: Click Here