Advt. No. 04/2021
National Fertilizers Limited invites online application for the following posts.
Post: Management Trainee (Marketing), Management Trainee (HR).
Vacancy: 24. Marketing 12, HR 12.
Eligibility: Discipline wise different.
Age limit: 18 to 29 years (as on 30/09/2021).
Salary: 40,000/- to 1,40,000/-.
Last Date of Online Application: 23 November, 2021
……………………………………………………………….
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজার্সে লিমিটেড ২৪ জন ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ নিয়োগ করবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৩ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা : (১) ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং) (পোস্ট কোড-১) : কমপক্ষে ৬০% নম্বর-সহ এগ্রিকালচাল বা এগ্রিকালচার সম্বন্ধীয় কোনো বিষয়ে এম.এসসি পাশ অথবা কপক্ষে ৬০% নম্বর-সহ বি.এসসি (এগ্রিকালচার) পাশের পর মার্কেটিং / এগ্রিবিজেনস মার্কেটিং / ইন্টারন্যাশনাল মার্কেটিং / রুরাল ম্যানেজমেন্টে ২ বছরের এমবিএ / পিজিডিবিএম পাশ হতে হবে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(২) ম্যানেজমেন্ট ট্রেনি (এইচআর) (পোস্ট কোড-১) : কমপক্ষে ৬০% নম্বর-সহ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট / এইচআর শাখায় স্পেশালাইজেশন-সহ ২ বছরের পূর্ণ সময়ের এমবিএ / পিজি ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
বেতনক্রম : ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.nationalfertilizers.com ওয়েবসাইটেরCareer ট্যাবে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় নিম্নলিখিত নাথিগুলি স্ক্যান করে আপলোড কতে হবে – বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), ইডব্লুএস সাটিফিকেট (যদি থাকে), প্রতিবন্ধকাতার সার্টিফিকেট (যদি থাকে), সচিত্র পরিচয়পত্র, পাসপোর্ট মাপের ছবি ও সই৷ দরখাস্তের ফি ৭০০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ২ ঘন্টা সময়সীমার ১৫০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে এইসব বিষয়ে – সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক (১০০টি প্রশ্ন, ১০০ নম্বর), বাকি ৫০টি প্রশ্ন হবে জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যান্টিটিউড, রিজনিং ও জেনারেল নলেজ বিষয় থেকে৷ পশ্চিমবঙ্গের লিখিত পরীক্ষার কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.nationalfertilizers.com