Memo. No. DH&FWS/DHHD/998/2022-23
District Health & Family Welfare Samity, Diamond Harbour Health District invites applications from eligible candidates for the following posts.
Post: Block Epidemiologist, Block Public Health Manager, Block Data Manager, Laboratory Technician, Medical Officer, Nurse, Community Health Assistant.
Total vacancy: 24.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Submit Application : 1st August, 2022 till 5 pm.
…………………………….
ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় ব্লক এপিডেমিয়োলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ৪৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১ আগস্ট, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ব্লক এপিডেমিয়োলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিয়োলজিতে এম.এসসি পাশ অথবা বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ পিএইচ.ডি / এম.ফিল বা পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
(২) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্সে বি.এসসি পাশ সঙ্গে ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ লাইফ সায়েন্সে এম.এসসি পাশ ও পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ল্যাবরেটরি টেকনিক / মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
(৪) ব্লক ডেটা ম্যানেজার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ কোনো সরকারি ক্ষেত্রে ৩ বছর বা বেসরকারি ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৩০ নম্বর) ও কম্পিউটার টেস্টের (৭০ নম্বর) মাধ্যমে৷
(৫) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
(৬) স্টাফ নার্স: জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) ভিত্তিতে৷
(৭)কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান: এএনএম / জিএনএম পাশ এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও বাংলা ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) ভিত্তিতে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Member Secretary DH&FWS Diamond Harbour Health District, payable at Diamond Harbour’- এর অনুকূলে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – To the CMOH Office, Diamond Harbour Health District, South 24 Pgs, PIN – 743331৷ খামের উপর আবেদন করা পদের নাম ও তার সিরিয়াল নম্বর ক্যাপিটাল লেটারে লিখতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/pages/career
Get details: Click Here