Income Tax Department is inviting applications for the following posts in West Bengal & Sikkim.
Post: MTS, Inspector of Income Tax, Tax Assistant
Total vacancy: 24
Eligibility: MTS- Matriculation, Others- Graduate
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Receipt of Application: 2/12/2022 till 6pm.
………………………..
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গ ও সিকিম দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদে ২৪ জন পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ নিয়োগ করা হবে৷ নিম্নলিখিত ক্রীড়াক্ষেত্রগুলি থেকে নিয়োগ করা হবে – আর্চারি, অ্যাথলেটিক্স, আটায়া-পাটায়া, ব্যাডমিন্টন, বল-ব্যাডমিন্টন, বেসবল, বাস্কেটবল, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার্স, বডি বিল্ডিং, বক্সিং, ব্রিজ, ক্যারাম, ক্রিকেট, চেস, সাইক্লিং, সাইকেল পোলো, ডিফ স্পোর্টস, ইক্যুয়েস্ট্রিয়ান, ফেন্সিং, গল্ফ, ফুটবল, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, হকি, আইস হকি, আইস-স্কেটিং, আইস স্কিইং, জুডো, কবাডি, ক্যারাটে, কায়াকিং অ্যান্ড কানোয়িং, খো-খো, কুডো, মল্লাখাম্ব, মোটর স্পোর্টস, নেট বল, প্যারা স্পোর্টস, পেনক্যাক সিলাট, পোলো, পাওয়ার লিফটিং, শ্যুটিং, শ্যুটিং বল, রোল বল, রোলার স্কেটিং, রোয়িং, রাগবি, সেপাক টাকরো, সফট বল, সফট টেনিস, স্কোয়াশ, সুইমিং, টেবিল টেনিস, তায়কোন্ডো, টেনিস-কোয়েচ, টেনিস, টেনিস বল ক্রিকেট, টেনপিন বোলিং, ট্রিয়াথলন, টাগ অফ ওয়ার, ভলিবল, ওয়েটলিফটিং, উশু, রেসলিং, ইয়াচিং৷ দরখাস্ত পাঠাতে হবে ২ ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷
ক্রীড়া যোগ্যতা: ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে প্রার্থীকে উল্লিখিত ক্রীড়াক্ষেত্রগুলির যে কোনো একটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা জাতীয় প্রতিযোগিতায় রাজ্যের/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা আন্তঃবিশ্বব্যিদালয় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা জাতীয় সুকল ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের সুকল টিমের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা ফিজিক্যাল এফিসিয়েন্সি-তে জাতীয় পুরস্কার প্রাপক হতে হবে৷
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷
(২) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রতি ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেসনের গতিতে ডেটা এন্ট্রির কাজ করার সক্ষমতা থাকতে হবে৷ বয়স: ১৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ বেতনক্রম: ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷
(৩) ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর: গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা৷
সব পদের ক্ষেত্রেই প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থী হলে ১০ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: আবেদন করতে হবে www.incomtaxindia.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (গেজেটেড অফিসার কর্তৃক প্রত্যয়িত) সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মতারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ক্রীড়া যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)-এর গেজেটেড অফিসার কর্তৃক প্রত্যয়িত প্রতিলিপি ও স্বপ্রত্যয়িত সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ভোটার কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স) একত্রে একটি মুখবন্ধ করা খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST(S) OF …………. UNDER MERITORIOUS SPORTS PERSONS’ QUOTA’’ লিখে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় To The Joint Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata – 700069৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে সংশ্লিষ্ট খেলায় পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.incomtaxindia.gov.in
Official Notification: Click Here