Applications are invited from meritorious sports persons for appointment to the posts of Income Tax Inspector, Tax Assistant and Multi-Tasking Staff.
Post: Income Tax Inspector, Tax Assistant, Multi-Tasking Staff.
Total vacancy: 24. Income Tax Inspector: 1, Tax Assistant: 5, Multi-Tasking Staff: 18.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Submit Application: 18th April, 2022 up to 6 pm.
……………………………………..
ইনকাম ট্যাক্সের পশ্চিমবঙ্গ ও সিকিম দপ্তরে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফপদে ২৪ জন দক্ষ খেলোয়াড় নিয়োগ করবে৷ পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ১৮ এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷
ক্রীড়া যোগ্যতা : নির্দিষ্ট তালিকাভুক্ত খেলায় যারা দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন, বা যারা নিজের রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন, বা যারা নিজের বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিয়োগিতায় প্রতিনিধিত্ব করেছেন, বা যারা নিজের বিদ্যালয়ের হয়ে জাতীয় স্তরে ন্যাশনাল স্পোর্টস / গেমসে প্রতিনিধিত্ব করেছেন তারা আবেদনের যোগ্য৷
ক্রীড়া তালিকা: ফুটবল: পুরুষ (গোলকিপার / স্ট্রাইকার), মহিলা৷ বাস্কেটবল: পুরুষ৷ ভলিবল: পুরুষ (লিবেরো / লিফটার বা সেটার)৷ ক্রিকেট: পুরুষ (ব্যাটসম্যান / পেস বোলিং অল রাউন্ডার / পেস বোলার)৷ কাবাডি: পুরুষ৷ ব্রিজ: পুরুষ ৷ দাবা: পুরুষ৷ অ্যাথলেটিক্স: পুরুষ (৪০০ মিটার দৌড় / হাই জাম্প / ১৫০০ মিটার দৌড় / ১১০ মিটার হার্ডলস / জ্যাভেলিন থ্রো), মহিলা (লং জাম্প / হাই জাম্প / ১০০ মিটার হার্ডলস / জ্যাভেলিন থ্রো)৷ জিমন্যাস্টিক: মহিলা (আর্টিস্টিক জিমন্যাস্টিক)৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷
(২) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রতি ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেসনের গতিতে ডেটা এন্টির কাজ করার দক্ষতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে
২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷
(৩) ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর: গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স হতে হবে ১৮ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷
সব পদের ক্ষেত্রেই খেলোয়াড় প্রার্থীরা ৫ বছর (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থী হলে ১০ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: আবেদন করতে হবে www.incomtaxindia.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (গেজেটেড অফিসার কর্তৃক প্রত্যয়িত) আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির প্রত্যয়িত (গেজেটেড অফিসার কর্তৃক প্রত্যয়িত) প্রতিলিপি জমা দিতে হবে — সচিত্র পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ক্রীড়া যোগ্যতার প্রমাণপত্র৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে বা ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Additional Commissioner of Income Tax, Headquarters (personnel & Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata – 700069৷ দরখাস্তের উপর লিখতে হবে‘APPLICATION FOR THE POST(S) OF …………. UNDER MERITORIOUS SPORTS PERSONS’ QUOTA’৷ একজন প্রার্থী একাধিক পদের জন্য দরখাস্ত পাঠাতে পারেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি : ২০১৮,২০১৯,২০২০ ও ২০২১ সালে প্রার্থীর কোনো খেলায় পারফরম্যান্সের নিরিখে প্রার্থী বাছাই হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://www.incometaxindia.gov.in/Pages/recruitment-notices.aspx
Get details: Click Here