Advt. No. 01/2024-25
National Institute of Technical Teachers Trainina and Research, Bhopal invites online applications for the following posts.
Post: Professor, Associate Professor, Store Purchase Officer, Script Writer, Sound Recordist, Video Technicia, Research Assistant, Film Editor, Junior Stenographer, Electrician Overhead, Mason-cum-Plumber, Plumber, Multi Skill Attendant.
Total vacancy: 24.
Eligibility: Post wise different.
Age limit: Post wise different.
Pay scale: Post wise different.
Last date of Online Application: 12th January, 2025.
……………………………………………………………………………………………………………………………………………………….
শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে ২৪ শিক্ষক ও অশিক্ষক কর্মী
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, ভোপাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, স্টোর পারচেজ অফিসার, স্ক্রিপ্ট রাইটার, সাউন্ড রেকর্ডিস্ট, ভিডিয়ো টেকনিশিয়ান, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ম এডিটর, জুনিয়র স্টেনোগ্রাফার, ইলেকট্রিশিয়ান ওভারহেড, ম্যাসন-কাম-প্লাম্বার, প্লাম্বার, মাল্টি স্কিল অ্যাটেন্ড্যান্ট পদে ২৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির নম্বর-সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি পাশ হতে হবে৷ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ৬টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে ও সুপারভাইজার / কো-সুপারভাইজার হিসেবে ২টি সফল পিএইচ.ডি গাইড করে থাকতে হবে অথবা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ১০টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে৷অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির নম্বর-সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি পাশ হতে হবে৷ ৬টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে৷ পিএইচ.ডি এর পর ২ বছর-সহ মোট ৮ বছর গবেষণা / শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা গ্র্যাজুয়েট হতে হবে৷ সুপারভাজার স্তরে ১০ বছর-সহ মোট ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও স্ক্রিপ্ট রাইটিং / স্ক্রিন প্লে রাইটিং এ সার্টিফিকেট থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ বা সায়েন্স / ইলেকট্রনিক্স মিডিয়া / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বা এমবিএ (মাস কমিউনিকেশন) পাশ সঙ্গে স্ক্রিপ্ট রাইটিং / ক্রিয়েটিভ রাইটিং বিষয়ে পিজি সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে অথবা এম.এ পাশ ও জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে দূরদর্শন বা অন্য টিভি চ্যানেলের প্রোগ্রামের জন্য ১০ বছর স্ক্রিপ্ঢ রাইটিং এর অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা অডিয়োগ্রাফি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ রেকর্ড ডাবিং, ট্রান্সফারিং ও রি-রেকর্ডিংয়ের ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা রেডিয়ো অ্যান্ড টিভি ট্রেডে ট্রেড সার্টিফিকেট পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ম্যানেজমেন্ট / টেকনিক্যাল এডুকেশন বিষয়ে দ্বিতীয় শ্রেণির নম্বর-সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা এডিটিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বি.ই / বি.টেক বা ফিজিক্যাল সায়েন্স বিষয়ে ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণির নম্বর-সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ ও হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ওয়্যারম্যান’স সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা অষ্টম শ্রেণী পাশ ও ম্যাসনারি অ্যান্ড প্লাম্বিং ট্রেডে ২ বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো সরকারি দপ্তর / ল্যাবরেটরি বা শিক্ষা প্রতিষ্ঠানে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷(পদ অনুযায়ী বিভিন্ন)
বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷ বয়স: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nitttrbpl.ac.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি মাল্টি স্কিল অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, ম্যাসন-কাম-প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ওভারহেড, জুনিয়র স্টেনোগ্রাফার, ফিল্ম এডিটর পদের বেলায় ৭৫০ টাকা এবং অন্যান্য পদের বেলায় ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়,শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official Website: https://nitttrbpl.ac.in/jobs.php
Official Notification: Link1 – Click Here
Link 2- Click Here
Link 3 – Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৫/১২/২০২৪)।