Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

241 JR. COURT ASSISTANTS IN SUPREME COURT

Supreme Court of India invites applications from eligible candidates for the following posts.

Post: Junior Court Assistant

Total vacancy: 241

Eligibility:  Bachelor’s degree, typing proficiency, computer knowledge.

Age:  18 to 30 years as on 8/3/2025

Salary: Initial Basic Pay of Rs. 35,400/-

Application Fee: Rs. 1000 (Rs. 250 for SC/ST/PH/ESM)

Last Date of Application Submission: 8/3/2025 till 11:55pm

সুপ্রিম কোর্টে ২৪১ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট

ভারতের সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে ২৪১ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ মার্চ, ২০২৫ রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে৷

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৩৫ টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে ও কম্পিউটার অপারেশন বিষয়ক জ্ঞান থাকতে হবে৷

বয়স: ৮ মার্চ, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷

শূন্যপদ: ২৪১৷

প্রারম্ভিক মূল বেতন: ৩৫,৪০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.sci.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷

Official Website: www.sci.gov.in

Official Notification:  CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/২/২০২৫)

Share it :

Leave a Reply