Advertisement No.: R/ Medical Technologist OT/P&O/CC/Audiometry Grade III/33/2025
West Bengal Health Recruitment Board is inviting applications for recruitment to the following post.
Post: Medical Technologist , Grade III
Total Vacancy: 242.
Eligibility: Passed H.S. (10+2) Examination or its equivalent with Physics, Chemistry, Biology and a two year Diploma course in Medical Technology in the concerned subject recognised by the State Medical Faculty of West Bengal under West Bengal Para Medical Council or conducted by any recognized Institution affiliated to any recognized University; OR, a Bachelor Degree in Medical Technology of the subject concerned from any Institution/ University recognized by Government of West Bengal.
Age limit: 21 to 39 years as on 1.1.2025
Basic Salary: Rs. 28,900
Fee: Rs. 210 (SC/ST & PWD candidates of WB are exempted)
Last Date of Online Application: 28.11.2025 (till 02:00 pm)
……………………………………….
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ২৪২ মেডিক্যাল টেকনোলজিস্ট
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেড-III পদে ২৪২ জন নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ নভেম্বর, ২০২৫ দুপুর ২ টোর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল টেকনোলজি বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ বা মেডিক্যাল টেকনোলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৩৯ বছরের মধ্যে৷ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
শাখা অনুযায়ী শূন্যপদ: মেডিক্যাল টেকনোলজিস্ট – ল্যাব: ১৯৬ (জেনাঃ ৮২, জেনাঃ শারীরিকপ্রতিবন্ধী ৬, তঃজাঃ ৪১, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ২, তঃউঃজাঃ ১২, ওবিসি-এ ১৯, ওবিসি-বি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২০)৷মেডিক্যাল টেকনোলজিস্ট – ওটি: ১৮ (জেনাঃ ৬, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷মেডিক্যাল টেকনোলজিস্ট – পিঅ্যান্ডও: ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷মেডিক্যাল টেকনোলজিস্ট – ক্রিটিক্যাল কেয়ার: ১৫ (জেনাঃ ৫, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷মেডিক্যাল টেকনোলজিস্ট – অডিয়োমেট্রি: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
মূল বেতন: ২৮,৯০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.hrb.wb.in ওয়েবসাইটের মাধ্যমে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের র ঙিন ছবি, সাদা কাগজে কালো/নীল কালিতে করা সই, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সরকার প্রদত্ত সচিত্রপরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷দরখাস্ত ফি ২১০ টাকা অনলাইনে জিআরপিএস সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে৷তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৭৫নম্বর), অভিজ্ঞতা (১০নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.hrb.wb.gov.in/notice
Official Notification: Click Here





