Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

2422 APPRENTICES IN CENTRAL RAILWAY / মধ্য রেলে ২৪২২ অ্যাপ্রেন্টিস

Notification No. RRC/CR/AA/2022

Central Railway invites online applications for engagement of Apprentices.

Post: Apprentices in following trades: Fitter, Welder, Carpenter, Painter (General), Tailor (General), Machinist, Electrician, Programming and System Administration Assistant, Mechanic Diesel, Turner, Welder (Gas & Electric), Instrument Mechanic, Laboratory Assistant, Electronics Mechanic, Sheet Metal Worker, Mechanic Machine Tool Maintenance, Computer Operator & Programming Assistant, Mechanic (Motor Vehicle), Painter, Information Technology & Electronic System Maintenance.

Total Vacancy: 2422

Mumbai Cluster- 1659

Bhusawal Cluster- 418

Pune Cluster- 152

Nagpur Cluster- 114

Solapur Cluster- 79

Eligibility: Must have passed 10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks, in aggregate, from recognized Board and also possess National Trade Certificate in the notified trade issued by the National Council for Vocational Training or Provisional Certificate issued by National Council for Vocational Training / State Council for Vocational Training.

Age limit: 15 to 24 years as on 17-01-2022.

Training period: 1 year

Stipend: As per Govt. rules.

Application fee: Rs. 100 (SC/ST/Women/PwD candidates are exempted)

Last date of online application: 16th February, 2022 by 5pm.

……………………………………………………………………………….

মধ্য রেলওয়ে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল), টেলর (জেনারেল), মেশিনিস্ট,  ইলেকট্রিশিয়ান, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, মেকানিক ডিজেল, টার্নার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), ইনস্ট্রুমেন্ট  মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (সিপি), ইলেকট্রনিক্স মেকানিক, শিট মেটাল ওয়ার্কার, মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মেকানিক (মোটর ভেহিকেল), পেইন্টার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্যান্স ট্রেডে ২৪২২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি দ্বারা প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা এনসিভিটি / এসসিভিটি দ্বারা প্রদত্ত প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হতে হবে৷ বয়স: ১৭ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ ফেব্রুয়ারি, ২০২২ বিকেল ৫ টার মধ্যে৷

ক্লাস্টার ও ট্রেড অনুযায়ী শূন্যপদ: (ক) মুম্বাই ক্লাস্টার- (১) ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন (কোচিং) ওয়াদি বন্দর : মোট শূন্যপদ — ২৫৮৷(i)  ফিটার- ১৮২ (জেনাঃ ৯২, তঃজাঃ ২৭, তঃউঃজাঃ ১৪, ওবিসি ৪৯)৷(ii) ওয়েল্ডার – ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷(iii) কার্পেন্টার- ২৮ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭)৷(iv) পেইন্টার (জেনারেল) – ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷(v) টেলর (জেনারেল) – ১৮ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫)৷

(২) কল্যাণ ডিজেল শেড : মোট শূন্যপদ — ৫০৷(i) ইলেকট্রিশিয়ান- ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷(ii) মেশিনিস্ট- ১ (অসংরক্ষিত)৷(iii) ওয়েল্ডার – ১ (অসংরক্ষিত)৷(iv) প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট- ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷(v) মেকানিক (ডিজেল)- ৩৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯)৷

(৩) কুরলা ডিজেল শেড : মোট শূন্যপদ — ৬০৷(i) ইলেকট্রিশিয়ান- ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷(ii) মেকানিক ডিজেল — ৩৬ (জেনাঃ ১৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ১০)৷

(৪) এসআর.ডিইই(টিআরএস) কল্যাণ : মোট শূন্যপদ — ১৭৯৷(i) ফিটার- ৬২ (জেনাঃ ৩১, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৭)৷(ii) টার্নার- ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷(iii) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) – ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷(iv) ইলেকট্রিশিয়ান- ৬২ (জেনাঃ ৩১, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৭)৷(v) মেশিনিস্ট- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷(vi) ইনস্ট্রুমেন্ট মেকানিক- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (vii) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (সিপি)- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷(viii) ইলেকট্রনিক্স মেকানিক- ২০ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫)৷

(৫) এসআর.ডিইই(টিআরএস) কুরলা: মোট শূন্যপদ — ১৯২৷(i) ফিটার- ৯০ (জেনাঃ ৪৬, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৪)৷(ii) টার্নার- ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷(iii) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷(iv) ইলেকট্রিশিয়ান- ৯৩ (জেনাঃ ৪৭, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৫)৷

(৬) পারেল ওয়ার্কশপ: মোট শূন্যপদ — ৩১৩৷(i) ফিটার- ৫১ (জেনাঃ ২৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪)৷(ii) মেশিনিস্ট- ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷(iii) শিট মেটাল ওয়ার্কার- ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷(iv)  ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক)- ৪১ (জেনাঃ ২১, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১)৷(v) ইলেকট্রিশিয়ান- ৫১ (জেনাঃ ২৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪)৷(vi) কার্পেন্টার- ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷(vii) মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স- ১৮ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫)৷(viii) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট- ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬)৷(ix) মেকানিক (মোটর ভেহিকেল)- ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷(x) মেকানিক ডিজেল- ৬০ (জেনাঃ ৩১, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬)৷(xi) পেইন্টার- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷

(৭) মাতুঙ্গা ওয়ার্কশপ: মোট শূন্যপদ — ৫৪৭৷(i) মেশিনিস্ট- ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৭)৷(ii) মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স- ৪৫ (জেনাঃ ২৩, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২)৷(iii) ফিটার- ১৮৪ (জেনাঃ ৯২, তঃজাঃ ২৮, তঃউঃজাঃ ১৪, ওবিসি ৫০)৷(iv) কার্পেন্টার- ১১৮ (জেনাঃ ৫৯, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩২)৷(v) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক)- ৫১ (জেনাঃ ২৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪)৷(vi) পেইন্টার (জেনারেল) )- ৫১ (জেনাঃ ২৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪)৷(vii) ইলেকট্রিশিয়ান- ৯০ (জেনাঃ ৪৫, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৪)৷

(৮) এস অ্যান্ড টি ওয়ার্কশপ, বাইকুল্লা: মোট শূন্যপদ — ৬০৷(i) ফিটার- ২৬ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭)৷(ii) টার্নার- ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷(iii) মেশিনিস্ট- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷(iv) ওয়েল্ডার- ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷(v) প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট- ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷(vi) ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্যান্স- ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷(vii) ইলেকট্রিশিয়ান- ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷(viii) পেইন্টার (জেনারেল)- ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷

(খ) ভুসাওয়াল ক্লাস্টার- (১) ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন ডিপো : মোট শূন্যপদ — ১২২৷(i) ফিটার- ১০৭ (জেনাঃ ৫৪, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি ২৯)৷(ii) ওয়েল্ডার- ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷(iii) মেশিনিস্ট- ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷

(২) ইলেকট্রিক লোকো শেড : মোট শূন্যপদ — ৮০৷(i) ফিটার- ৩৮ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০)৷(ii) ইলেকট্রিশিয়ান- ৩৮ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০)৷(iii)  ওয়েল্ডার – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷

(৩) ইলেকট্রিক লোকোমোটিভ ওয়ার্কশপ: মোট শূন্যপদ — ১১৮৷(i) ইলেকট্রিশিয়ান- ৩৮ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০)৷(ii) ফিটার- ৫১ (জেনাঃ ২৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪)৷(iii)  ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক)- ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷(iv) প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট- ২ (অসংরক্ষিত)৷

(৪) মনমাড ওয়ার্কশপ: মোট শূন্যপদ — ৫১৷(i) ফিটার- ২৭ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭)৷(ii) টার্নার- ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷(iii) মেশিনিস্ট- ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷(iv) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) – ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷(v) ইলেকট্রিশিয়ান- ৬২ (জেনাঃ ৩১, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৭)৷(vi) মেকানিক (মোটর ভেহিকেল)- ১ (অসংরক্ষিত)৷(vii) মেকানিক ডিজেল- ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷(viii) পেইন্টার (জেনারেল)- ১ (অসংরক্ষিত)৷

(৫) টিএমডব্লু নাসিক রোড : মোট শূন্যপদ — ৪৭৷(i) ফিটার- ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷(ii) মেশিনিস্ট- ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷(iii) ওয়েল্ডার- ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷(iv) ইলেকট্রিশিয়ান- ২৪ (জেনাঃ ১১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭)৷(v) কার্পেন্টার- ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (vi) মেকানিক ডিজেল- ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷

(গ) পুনে ক্লাস্টার- (১) ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন ডিপো: মোট শূন্যপদ — ৩১৷(i) ফিটার- ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷(ii) মেশিনিস্ট- ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷(iii) ওয়েল্ডার- ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷(iv)  পেইন্টার- ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷(v) কার্পেন্টার- ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷

(২) ডিজেল লোকো শেড : মোট শূন্যপদ — ১২১৷(i) মেকানিক ডিজেল- ৫৫ (জেনাঃ ২৮, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫)৷(ii) ইলেকট্রিশিয়ান- ৫৫ (জেনাঃ ২৮, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫)৷(iii) ওয়েল্ডার – ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷(iv) মেশিনিস্ট)- ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷(v) পেইন্টার- ১ (অসংরক্ষিত)৷

(ঘ) নাগপুর ক্লাস্টার- (১) ইলেকট্রিক লোকো শেড, আজনি : মোট শূন্যপদ — ৪৮৷(i) ইলেকট্রিশিয়ান- ৩৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯),(ii) ইলেকট্রনিক্স মেকানিক- ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷

(২) ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন ডিপো: মোট শূন্যপদ — ৬৬৷(i) ফিটার- ৫৭ (জেনাঃ ২৯, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫)৷(ii) ওয়েল্ডার – ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷

(ঙ) শোলাপুর ক্লাস্টার- (১) ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন ডিপো: মোট শূন্যপদ — ৫৮৷(i) ফিটার- ৪০ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১)৷(ii) কার্পেন্টার- ২ (অসংরক্ষিত)৷(iii) মেশিনিস্ট- ৪ (জেনাঃ ২, ওবিসি ২)৷(iv) ওয়েল্ডার- ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১ ওবিসি ১)৷(v) পেইন্টার- ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷(vi) মেকানিক ডিজেল- ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷

(২) কুর্দুওয়াড়ি ওয়ার্কশপ: মোট শূন্যপদ — ২১৷(i) ফিটার- ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷(ii) মেশিনিস্ট- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১ ওবিসি ১)৷(iii) ওয়েল্ডার- ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷(iv) কার্পেন্টার- ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷(v) পেইন্টার- ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের ও ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবে অনলাইনে www.rrccr.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ রেজিস্ট্রেশনের সময় ১২ ডিজিটের আধার কার্ডের নম্বর দিতে হবে, যারা আধার কার্ড পাননি তার ২৮ ডিজিটের আধার এনরোলমেন্ট নম্বর দেবেন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৩.৫ সেমি× ৩.৫ সেমি মাপের রঙিন ছবি (২০ থেকে ৭০ কেবি সাইজ) ও ৩.৫ সেমি× ৩.৫ সেমি মাপের সই (২০ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় নিম্নলিখিত নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে — দশম শ্রেণির মার্কশিট, জন্মের প্রমাণপত্র, এনসিভিটি দ্বারা প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা এনসিভিটি / এসসিভিটি দ্বারা প্রদত্ত প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ও প্রতি সেমেস্টারের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.rrccr.org

Official Notification:Click Here

Apply Online: Click Here

Share it :