Advertisement No. KAKRAPAR GUJARAT SITE/HRM/01/2022
Nuclear Power Corporation of India Limited invites online applications for the following posts.
Post: Scientic Assistant / C, Scientic Assistant / B, Stipendary Trainee / Scientic Assistant, Stipendary Trainee / Technician, Nurse, Pharmacist, Assistant Graden1, Steno Grade 1.
Total vacancy: 243.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 5th January, 2023 till 4 pm.
………………………….
কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীনস্থ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তাদের কাকরাপার গুজরাট সাইটের জন্য সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / সি, সায়েন্টিফিক অ্যাসিস্টান্ট / বি, স্টাইপেন্ডারি ট্রেনি / সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাইপেন্ডারি ট্রেনি / টেকনিশিয়ান, নার্স, ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো পদে ২৪৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ জানুয়ারি, ২০২৩ বিকেল ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাইপেন্ডারি ট্রেনি / টেকনিশিয়ান (ক্যাট-II), প্লান্ট অপারেটর: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৯৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ২ বছরের ট্রেনিং হবে৷ প্রথম বছর ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১০,৫০০ টাকা স্টাইপেন্ড ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১২,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে টেকনিশিয়ান / বি পদে নিয়োগের পর বেতন হবে ২১,৭০০ টাকা৷ শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬০ সেমি ও ওজন ৪৫.৫ কেজি৷
(২) স্টাইপেন্ডারি ট্রেনি / টেকনিশিয়ান (ক্যাট-II), মেন্টেনার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান ও গণিত বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশের পর ফিটার / ইলেকট্রিশিয়ান / ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / ওয়েল্ডার / মেশিনিস্ট / এসি মেকানিক / টার্নারি ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷ ১ বছরের আইটিআই পাশ প্রার্থীদের ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে তারাও আবেদন করতে পারবেন৷ প্রার্থীর মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ফিটার: ৩১৷ ইলেকট্রিশিয়ান: ১২৷ ইলেকট্রনিক্স: ১২৷ ইনস্ট্রুমেন্টেশন : ৪৷ ওয়েল্ডার: ১৷ মেশিনিস্ট: ৬৷ টার্নার: ৫৷ এসি মেকানিক : ২৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ২ বছরের ট্রেনিং হবে৷ প্রথম বছর ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১০,৫০০ টাকা স্টাইপেন্ড ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১২,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে টেকনিশিয়ান / বি পদে নিয়োগের পর বেতন হবে ২১,৭০০ টাকা৷ শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬০ সেমি ও ওজন ৪৫.৫ কেজি৷
(৩) নার্স-এ: উচ্চমাধ্যমিক পাশের পর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ অথবা বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ নার্সিংয়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো আর্মড ফোর্সে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্লাস থ্রি বা তার বেশি সার্টিফিকেট থাকতে হবে৷ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ মহিলা: ১, পুরুষ: ১৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / সি (সেফটি সুপারভাইজার): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বি.এসসি পাশ এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ল্যাটারাল এন্ট্রির মাধমে ডিপ্লোমা পাশ প্রাির্থীরা আবেদনের যোগ্য নন৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৫) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি (সিভিল ইঞ্জিনিয়ারিং): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল শাখায় ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে অথবা উচ্চমআধ্যমিক বা সমতুল পাশের পর কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল শাখায় ল্যাটারাল এন্ট্রির মাধমে ডিপ্লোমা ইঞ্জনিয়ারিং পাশ হতে হবে৷ উচ্চমাধ্যমিক স্তরে আবশ্যিক বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৬) স্টাইপেন্ডারি ট্রেনি / সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট(ST/SA) (ক্যাট-I) ডিপ্লোম হোল্ডারস ইন ইঞ্জিনিয়ারিং : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ প্রার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ:মেকানিক্যাল: ২১৷ ইলেকট্রিক্যাল: ১৩৷ ইনস্ট্রুমেন্টেশন: ৪৷ ইলেকট্রনিক্স: ১৩৷ কেমিক্যাল: ৮৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ১৮ মাসের ট্রেনিং হবে৷ প্রথম বছর ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৬,০০০ টাকা স্টাইপেন্ড ও পরবর্তী ৬ মাস প্রতি মাসে ১৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি পদে নিয়োগের পর বেতন হবে ৩৫,৪০০ টাকা৷ শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬০ সেমি ও ওজন ৪৫.৫ কেজি৷
(৭) স্টাইপেন্ডারি ট্রেনি / সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ক্যাট-I) – সায়েন্স গ্র্যাজুয়েট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বি.এসসি পাশ হতে হবে৷ বি.এসসিতে ফিজিক্স প্রিন্সিপল সাবজেক্ট এবং কেমিস্ট্রি / ম্যাথমেটিক্স / স্ট্যাটিসটিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স সাবসিডিয়ারি সাবজেক্ট অথবা কেমিস্ট্রি প্রিন্সিপল সাবজেক্ট এবং ফিজিক্স / ম্যাথমেটিক্স / স্ট্যাটিসটিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স সাবসিডিয়ারি সাবজেক্ট হতে হবে অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটি বিষয়ে সমান গুরুত্ব থাকতে হবে৷ প্রার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ:কেমিস্ট্রি: ৩৷ ফিজিক্স: ৬৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ১৮ মাসের ট্রেনিং হবে৷ প্রথম বছর ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৬,০০০ টাকা স্টাইপেন্ড ও পরবর্তী ৬ মাস প্রতি মাসে ১৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি পদে নিয়োগের পর বেতন হবে ৩৫,৪০০ টাকা৷ শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬০ সেমি ও ওজন ৪৫.৫ কেজি৷
(৮) ফার্মাসিস্ট-বি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা পাশ ও ৩ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ সেন্ট্রাল / স্টেট ফার্মাসি কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৯) অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (এইচআর): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৫, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(১০) অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (এফ অ্যান্ড এ): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(১১) অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (সি অ্যান্ড এমএম): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের নূ্যনতম ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(১২) স্টেনো গ্রেড ১: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গইত থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.npcilcareers.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ৪.৪× ৫.৮ সেমি মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজ) ও ৪.৪× ২.৯ সেমি মাপের সাদা কাগজে করা প্রার্থীর সই (২০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হতে পারে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://npcilcareers.co.in/MainSite/default.aspx
Get details: Click Here