Advt. No: BSL/R/2023-01
Bokaro Steel Plant, a unit of Steel Authority of India Limited (SAIL) – a Maharatna Public Sector Enterprise and the leading steel-making company in India, invites applications from eligible candidates for the following posts.
Post: Consultant, Medical Officer, Manager Trainee, Asst. Manager (Safety), Operator-cum-Technician (Trainee), Mining Foreman, Surveyor, Mining Mate, Attendant-cum-Technician (Trainee) (HMV), Mining Sirdar, Attendant-cum-Technician (Trainee).
Total vacancy: 241.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application : 15th April, 2023.
……………………………………..
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সহযোগী সংস্থা বোকারো স্টিল প্ল্যান্ট মাইনিং ফোরম্যান, সার্ভেয়র, মাইনিং মেট, অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি), মাইনিং সিরদার, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, কনসালট্যান্ট, মেডিক্যাল অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ২৪৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ এপ্রিল, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (ক) ননএক্সিকিউটিভ ক্যাডার: (১) মাইনিং ফোরম্যান, গ্রেড এস-৩: সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ (তঃজাঃ / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ) নম্বরসহ মাধ্যমিক পাশের পর মাইনিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে মাইন ফোরম্যানের বৈধ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৯৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২৬,০০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(২) সার্ভেয়র, গ্রেড এস-৩ : সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ (তঃজাঃ / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ) নম্বরসহ মাধ্যমিক পাশের পর মাইনিং / মাইনিং অ্যান্ড মাইনস সার্ভে বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে মাইন সার্ভেয়রের বৈধ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম : ২৬,০০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(৩) মাইনিং মেট, গ্রেড এস-১: সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে মাইন মেটের বৈধ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২০৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম : ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৪) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান – হেভি মোটর ভেহিকেল (ট্রেনি), গ্রেড এস-১: মাধ্যমিক পাশ হতে হবে৷ ট্রান্সপোর্ট লাইসেন্স / ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ১ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ হেভি আর্থ মুভিং মেশিনারির কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৪৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ৩৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে বেতনক্রম হবে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৫) মাইনিং সিরদার, গ্রেড এস-১: সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে মাইন সিরদারের বৈধ কম্পিটেন্সি সার্টিফিকেট এবং গ্যাস টেস্টিং ও ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫০৷ সিডি ইউনিটে শূন্যপদ: ৫০ (জেনাঃ ২৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম : ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৬) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান – ইলেকট্রিশিয়ান (ট্রেনি), গ্রেড এস-১: মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮৷ এসআরইউ ইউনিটে শূন্যপদ: – ৪ (জেনাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১)৷ সিডি ইউনিটে শূন্যপদ: – ৪ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে বেতনক্রম হবে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৭) অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি), গ্রেড এস-৩: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / বিভাগীয় কর্মীদের বেলায় ৪০ শতাংশ) মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : মেকানিক্যাল – বিএসএল ইউনিটে শূন্যপদ: ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ১৬ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ সিডি ইউনিটে শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ মেটালার্জি – বিএসএল ইউনিটে শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১)৷ কেমিক্যাল – বিএসএল ইউনিটে শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ ইলেকট্রিক্যাল – বিএসএল ইউনিটে শূন্যপদ: ১৫ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ১৬ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ সিডি ইউনিটে শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এসআরইউ ইউনিটে শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অটোমেশন – বিএসএল ইউনিটে শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ সিভিল – জেজিওএম ইউনিটে শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ সেরামিকস – এসআরইউ ইউনিটে শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১৬,১০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ১৮,৩০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে বেতনক্রম হবে ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(খ) এক্সিকিউটিভ ক্যাডার: (১) কনসালট্যান্ট, গ্রেড ই-৩: মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া / ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন / ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় পিজি ডিগ্রি / ডিএনবি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ৪১ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০৷ বিএসএল ইউনিটে শূন্যপদ: রেডিয়োলজি ১, সাইকিয়াট্রি ১, ক্রিটিক্যাল কেয়ার ১, পেডিয়াট্রিক্স ১, রেডিয়োথেরাপি ১, জেনারেল মেডিসিন ২৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: অ্যানাস্থেশিয়া ১, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়ানোকোলজি ১, সার্জারি ১৷ বেতনক্রম : ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(২) মেডিক্যাল অফিসার (এমও), গ্রেড ই-১: মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া / ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ হতে হবে৷ ১ বছরের ইন্টার্নশিপ করার পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০৷ বিএসএল ইউনিটে শূন্যপদ: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : প্রথম বছর ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা এবং দ্বিতীয় বছর থেকে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৩) মেডিক্যাল অফিসার (ওএইচএস), গ্রেড ই-১: মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া / ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল হেলথ / এএফআইএইচ-এ ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ১ বছরের ইন্টার্নশিপ করার পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৷ বিএসএল ইউনিটে শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ সিডি ইউনিটে শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : প্রথম বছর ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা এবং দ্বিতীয় বছর থেকে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৪) ম্যানেজমেন্ট ট্রেনি – টেক. (এনভায়রনমেন্ট), গ্রেড ই-১: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশন নম্বর) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং / এনভায়রনমেন্টাল সায়েন্সে পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশন নম্বর) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশের পর এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং / এনভায়রনমেন্টাল সায়েন্সে পূর্ণ সময়ের এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৷ জেজিওএম ইউনিটে শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : প্রথম বছর ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা এবং দ্বিতীয় বছর থেকে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি), গ্রেড ই-১ : সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬৫ শতাংশ (তঃজাঃ / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বরসহ বি.ই / বি.টেক পাশের পর কোনো কারখানায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ে পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ১৫ এপ্রিল, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪৷ এসআরইউ ইউনিটে শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম : ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
শারীরিক মাপজোক : এক্সিকিউটিভ ক্যাডার গ্রেড ই-১ ও ই-৩ পদগুলির ক্ষেত্রে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি (ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড) ও ১৫০ সেমি (নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড), ওজন ৪৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭২ সেমি ও ফুলিয়ে ৭৫ সেমি এবং মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৪৩ সেমি, ওজন ৩৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৭৯ সেমি৷ নন এক্সিকিউটিভ ক্যাডার গ্রেড এস-১ ও এস-৩ পদগুলির ক্ষেত্রে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, ওজন ৪৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৭৯ সেমি এবং মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৪৩ সেমি, ওজন ৩৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭০ সেমি ও ফুলিয়ে ৭৩ সেমি৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.sail.co.in বা www.sailcareers.com ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্তের জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি এক্সিকিউটিভ ক্যাডার গ্রেড ই-১ ও ই-৩ পদগুলির বেলায় ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২০০ টাকা), নন এক্সিকিউটিভ ক্যাডার গ্রেড এস-৩ পদগুলির বেলায় ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১৫০ টাকা), নন এক্সিকিউটিভ ক্যাডার গ্রেড এস-১ পদগুলির বেলায় ৩০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ রেজিস্ট্রেশন ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==&depart_id=MQ==
Get details: Click Here