Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

245 MANAGEMENT TRAINEES IN SAIL / সেল-এ ২৪৫ ম্যানেজমেন্ট ট্রেনি

Steel Authority of India Limited is inviting applications for recruitment to the following post.

Post: Management Trainee (Technical)

Total Vacancy: 245

Eligibility:  BE/BTech

Age limit: 18 to 28 years as on 23.11.2022

Application fee: Rs. 700 (Rs. 200 for SC/ST/PWDs)

Last Date of Online Application: 23/11/2022

………………………..

রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) পদে গেট-২০২২ পরীক্ষার মাধ্যমে ২৪৫ জন নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই গেট-২০২২ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷ বয়স হতে হবে ২৩ নভেম্বর, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি, মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, থার্মাল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অটোমেশন, মেকাট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি,  ম্যানুফ্যাকচারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনার্জি ইঞ্জিনিয়ারিং, মেশিন ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার কোড- এমই৷ শূন্যপদ: ৬৫৷

(২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিকস/ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং,  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার কোড- ইই৷ শূন্যপদ: ৫৯৷

(৩) মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল মেটালার্জি শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার কোড- এমটি৷ শূন্যপদ: ৫২৷

(৪) মাইনিং ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মাইনিং ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, মাইনিং অ্যান্ড মেশিনারি ইঞ্জিনিয়ারিং / মিনারেল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার কোড- এমএন৷ শূন্যপদ: ২৬৷

(৫) সিভিল ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার কোড- সিই৷ শূন্যপদ: ১৬৷

(৬) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইলেকট্রো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার কোড- সিএইচ৷ শূন্যপদ: ১৪৷

(৭) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিকস, অ্যাপ্লায়েড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইলেকট্রনিকস ডিজাইন অ্যান্ড টেকনোলজি, মেকাট্রনিক্স, ইলেকট্রনিকস  অ্যান্ড ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড পাওয়ার, ইলেকট্রনিকস কমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং /টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ইঞ্জিনিয়ারিং, রোবটিক্স অ্যান্ড অটোমেশন / অটোমেশন অ্যান্ড রোবটিক্স, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার কোড- আইএন৷ শূন্যপদ: ১৩৷

শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি ও ওজন কমপক্ষে ৪৫ কেজি হতে হবে৷ মহিলা প্রার্থীরা এক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় পাবেন৷

বেতন: এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৫০,০০০ টাকা৷ ট্রেনিং শেষে সফল প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে বেতনক্রম হবে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আসন সংরক্ষিত রয়েছে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.sail.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত পূরণের সময় গেট-২০২২ রেজিস্ট্রেশন নম্বর ঊল্লেখ করতে হবে এবং সাম্প্রতিক পাসপোর্ট ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি/জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অ্যাপ্লিকেশন ফি ৭০০ টাকা অনলাইনে/অফলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের শুধুমাত্র প্রসেসিং ফি ২০০ টাকা দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট-২০২২ পরীক্ষার স্কোর, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitewww.sail.co.in

Official NotificationClick Here

Share it :