Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

25 AUDIT & ACCOUNTS OFFICERS IN WEST BENGAL / রাজ্যে ২৫ অডিট ও অ্যাকাউন্টস অফিসার

Advt. No.  13/2022

West Bengal Public Service Commission invites online applications for the West Bengal Audit & Accounts Service Recruitment Examination, 2022.

Post: Audit & Accounts Officer.

Total vacancy: 25 (UR: 13, SC: 4, ST: 1, OBC A: 2, OBC B: 1, DHH: 1, SC PWD: 1, Backlog Vacancy DHH: 1).

Eligibility:  Bachelor’s degree in Commerce from a recognized University or must be a Member of the “Institute of Chartered Accountants of India” or must be a Member of the “Institute of Cost Accountants of India” or MBA/PGDM (FINANCE) or equivalent post-graduation degree in Finance under 2 (Two) years full time regular course approved by All India Council for Technical Education.

Age: within 36 years (as on 01/01/2022).

Pay Scale: Level 16, Rs. 56,100-1,44,300 as per WBS (ROPA) Rules, 2019

Last Date for Online Application : 14th December to 4th January, 2023 till 3 pm.

………………….

রাজ্য সরকারের অর্থ বিভাগে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস ক্যাডারে ২৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এগজামিনেশন, ২০২২ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হবে৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়) জানা চাই৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ ডিসেম্বর, ২০২২ থেকে ৪ জানুয়ারি, ২০২৩ দুপুর ৩টের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম পাশ হতে হবে অথবা ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া / ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে অথবা এমবিএ / পিজিডিএম (ফিন্যান্স) বা ফিন্যান্সে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৬ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি এ ২, ওবিসি বি ১, শ্রবণ প্রতিবন্ধী ১, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ১, ব্যাকলগ ভ্যাকেন্সি শ্রবণ প্রতিবন্ধী ২)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbpsc.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা (সার্ভিস চার্জ অতিরিক্ত) অনলাইন বা অফলাইন পদ্ধতিতে জমা দিতে হবে৷ অফলাইনে টাকা জমা দেবার শেষ তারিখ ৫ জানুয়ারি, ২০২৩৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ দরখাস্তের সংশোধনের জন্য এডিট উইন্ডো খোলা থাকবে ৯ থেকে ১৬ জানুয়ারি, ২০২৩ দুপুর ৩টে পর্যন্ত৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’টি ধাপে – প্রিলিমিনারি ও মেইন৷ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৩ সালের মে মাসে৷ প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র কলকাতা ও দার্জিলিং৷ কালিম্পং জেলা, দার্জিলিং সদর মহকুমা, মিরিক মহকুমা ও কার্শিয়াং মহকুমার ছেলেমেয়েরাই কেবল দার্জিলিং কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবেন৷ মেইন পরীক্ষা হবে কলকাতায়৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://wbpsc.gov.in/advertisement.jsp

Get details: Click Here

 

 

Share it :