Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

25 HEALTH WORKERS IN PURULIA / পুরুলিয়া জেলায় ২৫ স্বাস্থ্যকর্মী

Memo. No. CMOH/Samiti/1447

DHFWS, Purulia invites applications for the following contractual posts.

Post: Laboratory Technician, Block Epidemiologist, Block Data Manager, Block Public Health Manager.

Total Vacancy: 25

Eligibility:  Diploma/Graduate/PG in relevant disciplines.

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Last Date of Online Application: 26/10/2022 till 5pm.

………………………..

পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার পদে ২৫ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ অক্টোবর, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথম্যাটিকস / বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা সুকল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০। এককালীন বেতন: ২২,০০০ টাকা৷

(২) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫। এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷

(৩) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷

(৪) ব্লক ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস-সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: www.purulia.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ প্রার্থীর ছবি ও অন্যান্য নথিপত্র আপলোড করে নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ব্লক এপিডেমিওলজিস্ট ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক ডেটা ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্ট-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.purulia.gov.in

Official Notification: Click Here

Share it :