Memo. No. DHFWS/UD/ADV/NHM/AYUSH/3104/25
Offline Applications are invited from eligible candidates for the following posts.
Post: Ayush Doctor, Yoga Professional, Pharmacist, District Consultant, Dental Technician, Specialist, Psychiatric Social Worker, Clinical Psychologist, Psychiatric Nurse.
Total vacancy: 25.
Eligibility: post wise different.
Age: post wise different
Salary: post wise different
Last Date for Online Registration: 18th September, 2025.
………………………………………
উত্তর দিনাজপুর জেলায় ২৫ স্বাস্থ্যকর্মী
উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরে আয়ুষ ডাক্তার, যোগা প্রফেশনাল, ফার্মাসিস্ট, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, ডেন্টাল টেকনিশিয়ান, স্পেশালিস্ট ডাক্তার, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্স পদে চুক্তির ভিত্তিতে ২৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বাংলা ভাষা জানতে হবে৷ আবেদনের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: হোমিয়োপ্যাথিতে গ্র্যাজুয়েট (বিএইচএমএস) হতে হবে৷ অথবা আয়ুর্বেদে গ্র্যাজুয়েট (বিএএমএস) হতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ অথবা মাধ্যমিক পাশ হতে হবে৷ যোগাতে ১ বছরের সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা হোমিয়োপ্যাথি ফার্মাসি বিষয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা এমবিবিএস / ডেন্টাল / আয়ুষ / নার্সিং গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে হেলথ ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডেন্টাল টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের অধীন বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ অথবা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ক্লিনিক্যাল সাইকোলজির কোর্স করে থাকতে হবে অথবা সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে এবং ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বিষয়ে এম.ফিল পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বাংলা ভাষা জানতে হবে৷ অথবা এমএসডব্লু পাশ হতে হবে৷ ২ বছরের এম.ফিল (সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক) পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বাংলা ভাষা জানতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ে বি.এসসি / এম.এসসি / ডিপিএন পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ এককালীন বেতন: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ ১৮ সেপ্ঢেম্বর, ২০২৫ এর মধ্যে প্রার্থীদের নাম নথিভুক্ত করে নিতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত পদের বেলায় ৫০ টাকা) এনইএফটি অনলাইনে ২২ সেপ্ঢেম্বর, ২০২৫ এর মধ্যে জমা দিতে হবে৷ ফি জমা দেবার পর সম্পূর্ণ দরখাস্ত ২৪ সেপ্ঢেম্বর, ২০২৫ এর মধ্যে সাবমিট করার পর ২ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://uttardinajpur.gov.in/notice_category/recruitment/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)।