Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

25 STAFFS IN NITTTR, CHANDIGARH / রিজিয়োনাল কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২৫ কর্মী

Advt. No.  216/2022

Online applications are invited for the following posts in National Institute of Technical Teachers Training Institute and Research.

Post: Senior Producer, Estate Officer, Senior Library Information Assistant, Technician, Stenographer Grade-II, Junior Secretariat Assistant.

Total vacancy: 25. Senior Producer: 1, Estate Officer: 1, Senior Library Information Assistant: 2, Technician: 3, Stenographer Grade-II: 5, Junior Secretariat Assistant: 13.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application : 16th December, 2022 till 5 pm.

………………………..

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড় জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড টু, টেকনিশিয়ান, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এস্টেট অফিসার, সিনিয়র প্রোডিউসার পদে ২৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ ডিসেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷  বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৮, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(২) স্টেনোগ্রাফার গ্রেড টু: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং ইংরেজিতে ওই ম্যাটার ম্যানুয়াল টাইপ রাইটারে ৬৫ মিনিটের মধ্যে বা কম্পিউটারে ৫০ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ঢ করতে হবে অথবা হিন্দিতে ওই ম্যাটার ম্যানুয়াল টাইপ রাইটারে ৭৫ মিনিটের মধ্যে বা কম্পিউটারে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ট করতে হবে৷  বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৩) টেকনিশিয়ান: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং – ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং – ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৪) সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ এবং লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৫) এস্টেট অফিসার: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এএমআইসি সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(৬) সিনিয়র প্রোডিউসর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা এফটিআইআই,পুণে থেকে ডিরেকশন / প্রোডাকশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর এডুকেশন টেলিভিশন ভিডিয়ো ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স মিডিয়া টেকনোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর এডুকেশন টেলিভিশন ভিডিয়ো ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা এফটিআইআই,পুণে থেকে ডিরেকশন / প্রোডাকশন বিষয়ে ডিপ্লোমা পাশের পর এডুকেশন টেলিভিশন ভিডিয়ো ক্ষেত্রে ১৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর এডুকেশন টেলিভিশন ভিডিয়ো ক্ষেত্রে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে৷  বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২-এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nitttrchd.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও প্রার্থীর সই  স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: http://www.nitttrchd.ac.in/index11.php

Get details: Click Here

Share it :